বাহিরে বলে দূরে থাকুক (হাবিব ওয়াহিদ, ন্যান্সি) / Bahir Bole Dure Thakuk - Habib, Nancy

Post a Comment
বাহির বলে দূরে থাকুক


কথা : মারজুক রাসেল
সুর : হাবিব ওয়াহিদ
শিল্পী : হাবিব ওয়াহিদ ও ন্যান্সি
ছবি: থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার




বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা
ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই
জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়দেখা


বাহির বলে দূরে থাকুক (হাবিব ওয়াহিদ, ন্যান্সি) / Bahir bole dure thakuk (Habib Wahid, Nancy)

Related Posts

: