তুমি আমার এমনি একজন

Post a Comment

তুমি আমার এমনি একজন

যারে এক জনমে ভালোবেসে
ভরবে না  মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
বিরহে মরণ
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ

Related Posts

There is no other posts in this category.

: