প্রেমের কবিতা... একটা পৃথিবী চাই আমার দিবে ?

Post a Comment
premer kobita
প্রেমের কবিতা, ভালবাসার কবিতা, কবিতা , নতুন প্রেমের কবিতা 

একটা পৃথিবী চাই আমার দিবে ?
সেখানে শুধু থাকবে, তুমি মানবী
ভাসবে না তোমার মনে আমার ছাড়া
আর কারো প্রতিচ্ছবি
একটা আকাশ চাই, পারবে দিতে তুমি ?
সেখানে উড়বে শুধু তোমাকে ঘিরে
আমার স্বপ্ন ঘুড়ি 
সেই বাতাস চাই, দাও আমায়
যে শুধু বয়ে বেড়াবে একটি ধ্বনি 
“ভালোবাসি তোমাকে আমি”
না থাকবে না তার কোন প্রতিধ্বনি
সব কিছুই হবে, যদি একবার বল 
আমার ভালোবাসায় জীবন সাজাবে তুমি
অন্তরের অন্তরাল থেকে বলবে কি তুমি ?
আমার ভালোবাসায় জড়াতে রাজি তুমি !

Related Posts

: