আমার আকাশ পুরোটাই

Post a Comment
গানের লিরিক্স

গানের নামঃ আমার আকাশ পুরোটাই
কন্ঠঃ লুৎফর হাসান
কথাঃ সোমেশ্বর অলি
সুরঃ লুৎফর হাসান
অ্যালবামঃ আমার আকাশ পুরোটাই (ঘুড়ি-২)

————————–

পাশে ছিলাম তাই,
বাতাসে খুঁজে বেড়াই,
দিন বদল হলো,
কে তবে জয়ী বলো,
প্রশ্ন রেখেছিলাম, উত্তরও দিয়ে গেলাম,
আগে পরে আর কিছু নাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও, 
আমার আকাশ পুরোটাই (২)

তোমার দোটানা ছেড়ে
গড়েছি শুন্যে বাড়ি,
কি ভেবে যাই হেরে
তোমার পূর্নতা সেতো আমারই
আমি অতীত ভুলিনি
কাঁদা জল মুছিনি,
ক্ষত দাগে চুমু রেখে যাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও, 
আমার আকাশ পুরোটাই (২)

তোমার মন নিয়ে বাজি
ধরেছি মিথ্যে জোরে,
নিয়ে এসো বৃষ্টি আজই
আমার প্রার্থনা সত্যি করে
স্বর্গ খুঁজে দেখিনি
লাল লাল চোখ বুজিনি,
প্রিয় নামে জেল খেটে যাই

তুমি আমার ঘুড়ি,
আমার হাতের নাটাই,
যেখানেই উড়ে বেড়াও, 
আমার আকাশ পুরোটাই (২)

Related Posts

: