তুমি বুজলেনা
এই হৃদয় জুড়ে
রয়েছে শুধু তোমারি ছবি...
তুমি শুনলে না
এই মনের প্রতিটি ছন্দে
জড়িয়ে রয়েছে শুধু তোমারি কথা...
তুমি বললেনা
কতটা আমায় তুমি
আজো ভালোবাসো...
তুমি জানলেনা
আমার লুকানো হাসিতে
রয়েছে কান্নার দল...
তুমি খুজলেনা
তোমারি মনের ক্যানভাস এ আমারি ছবি
তুমি আজো অনুভব করলেনা
কতটা আমি তোমায় ভালবেসেছি
: