তোমার জন্য এই কবিতা লেখা

Post a Comment
premer golpo. premer kobita, valobasar golpo, valobasar kobita

তোমায় শুনাতে পারিনি বলে
কবিতা গুলো ছন্ন হারিয়েছে আজ
তোমায় দেখতে পারিনি বলে
প্রকৃতি সেজেছে রঙহীন নীরব সাজ।

তোমার কন্ঠ ভাসেনি বলে
পাখিরা করেনি কোলাহল
তুমি স্নান করতে যাওনি বলে
নদীতে ছিলনা এক ফোঁটাও জল।

তোমায় দেখার জন্য পাড়ার দুষ্টু ছেলেটা
দাড়িয়ে ছিল অনেকক্ষন
তোমার একাকিত্বতা অনুভব করে
বিষন্ন ছিল আজ মন।

তুমি আসোনি বলে
ঘড়ির কাটা আজ কেন যেন ঘুরছেনা
তুমি হাঁসনি বলে
গোলাপ গুলো আজ ফুঁটছেনা।

তোমায় বিহনে নির্মলেন্দু গুন
লিখছেন না আর কোন কবিতা
তুমি খেলা দেখতে যাওনি বলে
সচিন খুলেনি রানের খাতা।

তোমায় ছাড়া গীটারে আজ
বাঁধছেনা কোন সূর
তুমি বের হওনি বলে
হলুদ পাঞ্জাবী পড়া হিমু, হাটবেনা বহুদূর।

তুমি তাকাওনি বলে
সন্ধ্যা তারা উঠেনি আজ আকাশে
তুমি গাওনি বলে গাছের পাতাগুলো
নাচছেনা আর বাতাসে।

তুমি আসনি বলে ক্লাশের ফার্সট বয়টা
মনোযোগ দিতে পারছেনা পড়ায়
তুমি ঘুমাওনি বলে আজ
রাত্রি নামেনি ধরায়।

তোমার জনয়্‌ই সৃষ্টি কর্তা
সুন্দর করে সাজিয়েছে এই ভুমি
তোমার জন্য এই কবিতা লেখা
শুধু তোমার জন্যই অমি।

Related Posts

: