আমার হাত দিয়ে তোকে স্পর্শ করতে চাই

Post a Comment
premer kobita

আমার হাত দিয়ে তোকে স্পর্শ করতে চাই,
মুখ ফিরিয়ে চলে যেতে চাস্ তুই|
তোর হাত ধরে আটকানোর চেষ্টা,
তোর মনের জানালা কে দেখার চেষ্টা

তোর মুখের দিকে চেয়ে থাকি,
আবারো মুখ ফিরিয়ে নিশ তুই
কি লুকাচ্ছিশ তুই?
আমাকে দেখতে দে,
আমার ভালোবাসা নিতেই হবে তোকে|

তুই বলিস, তোর হৃদয় পরাধীন,
কিভাবে হৃদয় দিতে হয়, তোর জানা নেই,
কষ্ট পেতে ভীষন ভয় তোর,
তাই মুক্ত হতে তোর অনীহা|

আমার দু হাত দিয়ে আলতো করে ধরলাম তোর নিষ্পাপ মুখটি
তোর গভীর মায়াবি দুটি আঁখির উপর আমার দুটি কলুষিত চোখ,
আর দেখতে পেলাম তোর মনের জানালা টি
সেই ভয়ের দেয়াল, যেটা তোকে আটকে রাখে|

আমার ঠোঁট তোর ঠোঁটের উপর রাখি,
তোর নিশ্বাস টুকু আমি নেই, আমার নিশ্বাস তোর ভেতরে প্রবেশ করে,
আমার নিশ্বাস এর ধাক্কায় ভেঙ্গে যায় তোর ভয়ের দেয়াল,
আর মুক্ত হয় তোর পরাধীন মন|

আজকের মত চলি,
আমার হৃদয় এখন তোর,
যত্ন করে রাখিস

Related Posts

: