একবার একটা হরিনকে দখল নিয়ে একটা ভালুক ও এক সিংহের মধ্যে লড়াই বাঁধে। লড়াই করতে করতে দু জনেই জখম হয়ে পড়ল এমনকি তাদের নড়বার শক্তি পর্যন্ত রইল না, মৃতপ্রায় হয়ে তারা সেখানেই পড়ে রইল।
এক খেঁকশিয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল ,যেতে যেতে এই দুই মহাবীরের এই অবস্থা দেখে এবং একটা হরিন দুজনের মাঝখানে পড়ে আছে। ভালুক আর সিংহের অবস্থা দেখে সে মরা হরিনটাকে কামড়ে ধরে সেটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেলো।
উত্থান শক্তি হীন সিংহ আর ভালুক তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল - দেখভাগ্য আর কাকে বলে? হরিনটার জন্য আমরা লড়াই করে মরলাম, আর কিছু না করে পেয়ে গেল সেটা একটা বজ্জাত খ্যাঁকশিয়াল । আমরা সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিলেই ভালো হোত।
নীতিকথা ঃ নিজেদের মধ্যে গন্ডগোলে অপরের সুবিধা হয়।
এক খেঁকশিয়াল সেই পথ দিয়ে যাচ্ছিল ,যেতে যেতে এই দুই মহাবীরের এই অবস্থা দেখে এবং একটা হরিন দুজনের মাঝখানে পড়ে আছে। ভালুক আর সিংহের অবস্থা দেখে সে মরা হরিনটাকে কামড়ে ধরে সেটাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেলো।
উত্থান শক্তি হীন সিংহ আর ভালুক তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল - দেখভাগ্য আর কাকে বলে? হরিনটার জন্য আমরা লড়াই করে মরলাম, আর কিছু না করে পেয়ে গেল সেটা একটা বজ্জাত খ্যাঁকশিয়াল । আমরা সেটা নিজেদের মধ্যে ভাগ করে নিলেই ভালো হোত।
নীতিকথা ঃ নিজেদের মধ্যে গন্ডগোলে অপরের সুবিধা হয়।
: