হুমায়ূন আহমেদ স্যারের ২০ টি ভাললাগার উক্তি।

Post a Comment
  1. সাহসী মানে সবসময় গর্জে উঠা নয়। অনেক সময় সাহসী তারাই যারা দিন শেষে শান্ত গলায়
    বলে আমি আবার কালকে চেষ্টা করবো। ----- হুমায়ুন আহমেদ
  2. মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।         ----- হুমায়ুন আহমেদ
  3. যারা মিথ্যে বলেনা তারা খুবই বিপজ্জনক। তারা যখন একটা দুটো মিথ্যা বলে তখন 
    সেইটাকে সত্যি বলে ধরে নেয়া হয়। এক  হাজার ভেড়ার  পালে একটা নেকড়ে ঢুকে পড়ার
    মত। এক হাজার সত্যির
    মধ্যে একটা মিথ্যা।  ভয়ংকর মিথ্যা।— হুমায়ূন আহমেদ
  4. প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই
    হয়তো প্রকৃতির নিয়ম |  -----হুমায়ূন আহমেদ
  5. বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। —-হুমায়ুন আহমেদ
  6. বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে।"------ হুমায়ুন আহমেদ |
  7. প্রেমের ক্ষমতা যে কি প্রচন্ড হতে পারে প্রেমে না পড়লে তা বুঝা যায় না।
    (সঙ্গিনী - হুমায়ূন আহমেদ)
  8. এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতো আর কিছু নেই । এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি-
    সব মালিন্য কেটে যায় । _____ কুহক; হুমায়ূন আহমেদ
  9. যে একদিন পড়িয়েছে সে শিক্ষক। সারাজীবনই শিক্ষক.... আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারাজীবনই চোর না। তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত.....!
    - হুমায়ুন আহমেদ

  10. প্রতিটা মেয়ের জীবনেই একজন ছেলে থাকে যাকে সে মন থেকে কখনোই ভুলতে পারে না।আর
    প্রতিটা ছেলের জীবনেই একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায় কিন্তু কখনোই পায় না ---হুমায়ূন আহমেদ
  11. মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা কোনো ডিসস্যাটিসফেকশনথাকা দরকার। তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সবশখমিতে গেলে বেঁচে থাকারপ্রেরণা নষ্টহয়ে যায়। যে সব মানুষের শখমিটে গেছে,তারা খুব অসুখী মানুষ। --- হূমায়ুন আহমেদ
  12. হাসি সবসময় যে সুখের প্রকাশ তা নয়, আপনি কতটা দু:খ লুকাতে পারেন তাও বুঝায়।------------
  13. মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস অন্যটি গোয়ার্তমি.----.-হুমায়ূন আহমেদ
  14. চোখের পানির রহস্য ময়তা হচ্ছে ঝম ঝম বৃষ্টির মধ্যেও চোখের পানি আলাদা করা যায়।''
    --------------হুমায়ূন আহমেদ
  15. মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে | যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখেই হুড়হুড় করে অতীত বলে দিতে পারে ||--- হুমায়ূন আহমেদ
  16. পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়- মানসিক কষ্ট।
    – হুমায়ূন আহমেদ
  17. মানুষের জীবনে একেকটা দিন একেক রকম হয়ে আসে কোনো কোনো দিনে মন খারাপ হবার মত ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না বরং ভালো হয়ে যায়
    -হুমায়ূন আহমেদ
  18. পৃথিবীতে ২ ধরনের মানুষে আছে। এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে, খুশি প্রকাশ করতে পারে না। আরেক ধরনের মানুষ খুশি প্রকাশ করতে পারে, রাগ প্রকাশ করতে পারে না।
    —হুমায়ুন আহমেদ
  19. ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারে নি।  যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো "মা" নামের নিঃস্বার্থ মহিলাটি।
    —হুমায়ুন আহমেদ
  20. পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল লোভে চকচক করা চোখ। আর সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ।
    —হুমায়ূন আহমেদ
  21. যার মা বেঁচে নাই সেই মা না থাকার কষ্টটা বঝে। মেজবাহ উদ্দিন রাব্বি

Related Posts

: