- মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে | যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখেই হুড়হুড় করে অতীত বলে দিতে পারে || ~হিমুর দ্বিতীয় প্রহর।
- ''চোখের পানির রহস্য ময়তা হচ্ছে ঝম ঝম বৃষ্টির মধ্যেও চোখের পানি আলাদা করা যায়।''
--------------হুমায়ূন আহমেদ - মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস অন্যটি গোয়ার্তমি..
-------হুমায়ূন আহমেদ - মানুষের সব শখ মেটা উচিত নয়। একটা কোনো ডিসস্যাটিসফেকশনথাকা দরকার।
তাহলে বেঁচে থাকতে ইচ্ছে করে। সবশখমিতে গেলে বেঁচে থাকারপ্রেরণা নষ্টহয়ে যায়।
যে সব মানুষের শখমিটে গেছে,তারা খুব অসুখী মানুষ।
------ হূমায়ুন আহমেদ - প্রতিটা মেয়ের জীবনেই একজন ছেলে থাকে যাকে সে মন থেকে কখনোই ভুলতে পারে না।আর
প্রতিটা ছেলের জীবনেই একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায় কখনোই পায় না | ---------- হূমায়ুন আহমেদ - গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুলহবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা। ---------- হূমায়ুন আহমেদ
- মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামেরব্যপারটি খুব প্রয়োজন।অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক! ---------- হূমায়ুন আহমেদ
- "মানুষের যা করতে ইচ্ছা হয় তা করা উচিত,মানুষ আর বাঁচে কত দিন ???"
--- হুমায়ূন আহমেদ - যে একদিন পড়িয়েছে সে শিক্ষক। সারাজীবনই শিক্ষক আবার যে একদিন চুরি করেছে সে কিন্তু সারাজীবনই চোর না। তাহলে পৃথিবীর সব মানুষই চোর হত.....! ---------- হুমায়ুন আহমেদ
- এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতো আর কিছু নেই । এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি-
সব মালিন্য কেটে যায় ।
_____ হুমায়ূন আহমেদ - প্রেমের ক্ষমতা যে কি প্রচন্ড হতে পারে প্রেমে না পড়লে তা বুঝা যায় না। ------ হুমায়ূন আহমেদ
- বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। ---—-হুমায়ুন আহমেদ
- কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নাই। তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কেননা, মানুষ সোজা পথের চেয়ে বাকা পথে হাটতে আনন্দ পায় বেশি। কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়। সেই সময়ে নতুন করে ভালোবাসার ইচ্ছা টা আর থাকে না। ---------- হুমায়ুন আহমেদ
- যারা মিথ্যে বলেনা তারা খুবই বিপজ্জনক। তারা যখন একটা দুটো মিথ্যা বলে তখন সেইটাকে সত্যি বলে ধরে নেয়া হয়। এক হাজার ভেড়ার পালে একটা নেকড়ে ঢুকে পড়ার মত। এক হাজার সত্যির মধ্যে একটা মিথ্যা। ভয়ংকর মিথ্যা।
— হুমায়ূন আহমদ - মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।
- সাহসী মানে সবসময় গর্জে উঠা নয়। অনেক সময় সাহসী তারাই যারা দিন শেষে শান্ত গলায় বলে আমি আবার কালকে চেষ্টা করবো।
- রতিটা মানুষের জীবনে কষ্ট আছে শুধুতা প্রকাশ করারপদ্ধতি ভিন্ন।নির্বোধরা প্রকাশকরে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। ------------ হুমায়ুন আহমেদ
- মেয়েদের মন পৃথিবীরসবচেয়ে স্পর্শকাতর জায়গা।এই মন অনেক কঠিন বিষয়সহজে মেনে নেয়,আবার অনেকসহজবিষয়সহজে মেনে নিতে পারে না।
___হুমায়ূন আহমেদ - মন খারাপ ভাব দূর করার জন্য এমন কিছুকরা দরকার যেন মনটা আর ও খারাপ হয়,
মনখারাপে মন খারাপে কাটাকাটি |
---------হুমায়ূন আহমেদ - প্রতিটি মেয়েই নিষ্ঠুর হবারঅসীম ক্ষমতা নিয়ে জন্মায়।
-হুমায়ুন আহমেদ - ভালো মানুষের রাগ থাকে বেশি। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। -------হুমায়ূন আহমেদ
- এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের কখনো অপরিচিত মনে হয় না" -------হুমায়ূন আহমেদ
- প্রকৃতি শুধুমাত্র মেয়েদের মধ্যেই বিপরীত গুণাবলীর দর্শণীয় সমাবেশ ঘটিয়েছে, মেয়েকে যেহেতু সব সময়ই সন্তান ধারণ করতে হয়, সেহেতু প্রকৃতি তাকে করল - শান্ত, ধীর, স্থির। একই সঙ্গে ঠিক একই মাত্রায় তাকে করল- অশান্ত, অধীর, অস্থির"-
- পৃথিবীতে দুই ধরনের মানুষকে কখন ভোলা যায়না (১) যাকে সে ভালবাসে (২) আর যে চরম শত্রু ------ Mejbah uddin Rabbi
Related Posts
Popular Posts
Recent Comments
Admin commented on blog post: “Thank you very much for sharing, I learned a lot from your article. Very cool. Thanks. nimabi”
lauzoo commented on blog post: “I was looking for such information on the Internet for quite some time. But no information filled…”
16413 Nur Islam commented on blog post: “আর এস খতিয়ান অনুসন্ধানছবি এডিট করার ব্যাকগ্রাউন্ডছেলেদের পিক”
Last 30 days Hits:
4,854
Total Posts: 5196
Total Comments: 399
A visitor from Volgograd viewed 'বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার | ইসলাম' 7 days 3 hrs ago
A visitor from Gatchina viewed 'বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার | ইসলাম' 10 days 11 hrs ago
A visitor from Volgograd viewed 'বোরকা পরা মেয়েদের ইসলামিক প্রোফাইল পিকচার | ইসলাম' 13 days 13 hrs ago
A visitor from St petersburg viewed 'Latest Bangla Marriage Anniversary Sms for Wife - ' 13 days 13 hrs ago
A visitor from St petersburg viewed 'bangla valobashar sms bangla love sad sms - Agomon' 14 days 15 hrs ago
: