অনুপ্রেরণা - ৭

1 comment

[কথাগুলো বিভিন্ন অনলাইন উৎস থেকে সংগৃহীত ও অনূদিত]

​* * *
​আপনার জীবনের সুখ আপনার চিন্তার সৌন্দর্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। উত্তম, সুন্দর ও ইতিবাচক চিন্তা করুন।
কৃতজ্ঞতা আরো বেশি প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত করে। জীবনে যা পেয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকুন। সেগুলো না পেলেও আপনার কিছু করার ছিলো না।

* * *
অন্ধকারে ডুবে গেলে আলোর মর্ম বুঝি আমরা। কঠিন সময়ের মুখোমুখি হলে টের পাই আমরা কতটা শান্তিতে ছিলাম। সবসময় কৃতজ্ঞ থাকা উচিত।

* * *
আমরা কখনো বন্ধু হারাই না। আমরা শিখি সত্যিকারের বন্ধু কে ছিলো....
বাস্তবতা হলো-- আল্লাহ দেখেন আমাদের অন্তরের অবস্থা, নিয়াত। দুনিয়ার মানুষ দেখে কোন কাজে আমাদের উপস্থাপনা, কীভাবে করি সেটা।

* * *
আল্লাহ আপনার জন্য যা নির্ধারিত রেখেছিলেন, শুধু তা-ই হয়েছে। এটা কোনভাবেই অন্যকিছু হবার কথা ছিল না।

* * *
জ্ঞানীদের আত্মবিশ্বাস কল্যাণময়,  মূর্খদের আত্মবিশ্বাস ভয়ংকর বিপজ্জনক।

* * *
আল্লাহ জান্নাতে যা প্রস্তুত করে রেখেছেন তা আমাদের কল্পনার সীমার বাইরে শান্তিময়, মোহনীয়, সুন্দর। দুনিয়া তো গন্তব্য নয় আমাদের!
সবাই একটা ভুল কাজ করছে বলেই সেটা ঠিক কাজ হয়ে যাবে না। বেশিরভাগ লোক অন্যদের দেখাদেখি ভুল পথেই হাঁটে।

* * *
আল্লাহ আপনাকে পছন্দ করেন বলেই আপনি নামাজে দাঁড়াতে পারেন,  তাকে স্মরণ করতে পারেন।

* * *
হে আমাদের রব! আমাদেরকে গজবপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হওয়া থেকে মুক্তি দিন। নিশ্চয়ই সমস্ত ক্ষমতা কেবলই আপনার।
যদি আপনি বিপদে পড়লেই কেবল সলাত আদায় করেন, তাহলে আপনি বিপদের মধ্যে আছেন।

* * *
আমাদের ঘরগুলো যত বড়ই হোক না কেন, আমাদের কবরের দৈর্ঘ্য নির্দিষ্ট। 

1 comment

  1. অনুপ্রেরণা ও সফলতার গল্প, শিক্ষামূলক ছোট গল্প, ইসলামিক ঘটনা, মোটিভেশনাল উক্তি, রহস্য গল্প এবং অবাক করা সব ঘটনা পড়তে ভিজিট করুন অনুপ্রেরণা ডটকম।

    ReplyDelete

Post a Comment