বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে (শাহ আবদুল করিম)/ Bonde Maya lagaiche, Piriti sikhaiche Shah Abdul karim

Post a Comment
বন্ধে মায়া লাগাইছে,পিরিতি শিখাইছে 
       ...........শাহ আবদুল করিম


বন্ধে মায়া লাগাইছে,পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে,মায়া লাগাইছে।

বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জালায়
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জালাইছে।

আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
প্রান বন্ধের পিরিতের নেশায় কুলমান গেছে।

বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে।



Bonde Maya lagaiche, Piriti sikhaiche Shah Abdul karim

Related Posts

: