আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে (এন্ড্রু কিশোর, হমেদ ইমতিয়াজ বুলবুল)/Amar buker moddhokhane (Ahmed Imtiaj Bulbul)

Post a Comment

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
শিল্পীঃ এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল



আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ।।
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় ।।
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়,
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে

 Amar buker moddhokhane (Endrew Kishore, Ahmed Imtiaj Bulbul)



Related Posts

: