আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় (আইয়ূব বাচ্চু/আগুন)/ amar shopno gulo keno shopno hoy (Ayub Bacchu/ Agun)

Post a Comment

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
সুরকারঃ আইয়ূব বাচ্চু
গীতিকারঃ আগুন


আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়।।
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতিরাতে আমাকে কাঁদায়
আ হাহাহা হাহাহা লালা লালা……
আশার সমাধি ঘিরে সেই
পাখি আজও গান গায়
একাকি হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙ্গিনায়
এক সুখের বৃষ্টি এসেছিল
ক্ষনে ক্ষনে তাই মনে হয়
আ হাহাহা হাহাহা লালা লালা……
কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়।।


Amar shopno gulo keno shopno hoy (Ayub Bacchu/ Agun)

Related Posts

: