ওগো আমার সুন্দর মানুষ(কনকচাঁপা,আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Ogoo amar sundor manus (Konok Capa, Ahmed Imtiaz Bulbul)

Post a Comment

ওগো আমার সুন্দর মানুষ
শিল্পীঃ কনকচাঁপা
সুরকার-গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল


ওগো আমার সুন্দর মানুষ,
একটা কথা শোন

তুমি বিনা আমার তো,
নাই গতি কোন
তুমি আমার জানের জান,
করো না অভিমান..
ভালবেসে দিতে পারি,
তোমায় আমি এই প্রান..
দোহায় লাগে সুন্দর মানুষ,
একটা কথা মান

তুমি আমার বিনা আমার তো.
নাই গতি কোন
করো না অবহেলা,
দিও না এত জ্বালা..
মরে গেলে বলো তোমায়,
কে পড়াবে মালা

এখন থেকে মিলনের ক্ষন,
শুধুই তুমি গোন,
তুমি বিনা আমার তো,
নাই গতি কোন



Ogoo amar sundor manus (Konok Capa, Ahmed Imtiaz Bulbul)

Related Posts

: