আমার এ দুটি চোখ পাথর তো নয় (সুবীর নন্দী) / Amar e duti cokh pathorto noy (Subir Nandi)

Post a Comment

গানঃ আমার এ দুটি চোখ পাথর তো নয়
শিল্পীঃ সুবীর নন্দী



আমার এ দুটি চোখ পাথর তো নয়,
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।।
আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।।
শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।


আমার এ দুটি চোখ পাথর তো নয় (সুবীর নন্দী) / Amar e duti cokh pathorto noy (Subir Nandi)

Related Posts

: