গ্রামীণফোন প্রতিদিন ইন্টারনেট এবং টকটাইম বোনাস অফার

Post a Comment
জিপি প্রতিদিন বোনাস অফার
গ্রামীণফোনে এখন প্রতিদিন ইন্টারনেট এবং টক টাইমের টার্গেট পূরণ করে উপভোগ করুন বোনাস ইন্টারনেট এবং টক টাইম!

প্রয়োজনীয় শর্তসমূহঃ

  1. গ্রাহক প্রতিদিন নির্দিষ্ট টার্গেট পূরণ করে ১০০% জিপি-জিপি ইনস্ট্যান্ট বোনাস টক টাইম অথবা ১০০% ডাটা বোনাস উপভোগ করতে পারবেন (বোনাসের মেয়াদ সর্বোচ্চ ১১.৫৯ ঘণ্টা)
  2. টকটাইম টার্গেট জানতে ডায়াল করুন: *444*1*1#
  3. গ্রামীণফোন-এর সকল প্রিপেইড গ্রাহকের (GPPP, VP, BPO, ISIM এবং ERS ব্যতীত) জন্য ক্যাম্পেইনটি প্রযোজ্য।
  4. গ্রাহক টার্গেট ইউসেজ অ্যামাউন্ট পূরণ করার পর, প্রতি ১ টাকা ব্যবহারে ১ টাকা অথবা 1MB বোনাস পাবেন।
  5. গ্রাহক ইচ্ছেমতো বোনাস টাইপ পছন্দ করতে পারবেন
  6. গ্রাহকের জন্য দুই ধরনের অপ্ট-ইন কোড থাকবে, একটি টাকা বোনাসের জন্য অন্যটি ইন্টারনেট বোনাসের জন্য।
  7. টক টাইম অফার উপভোগ করতে গ্রাহককে *999*1# ডায়াল করে রেজিস্ট্রেশন করতে হবে (ফ্রি) এবং ডাটা বোনাসের জন্য ডায়াল *999*2# (ফ্রি)।
  8. টার্গেট ইউসেজ বলতে সকল লোকাল ভয়েস কল বোঝানো হয়েছে (জিপি-জিপি, জিপি-অন্য অপারেটর, জিপি-ল্যান্ডলাইন/জিপি-এনডাব্লিউডি)। আন্তর্জাতিক কল, IVR কল, পে ফর মি, মাই জোন, ভয়েস SMS, ভয়েস মেইল অথবা অন্য কোম্পানি/সার্ভিস থেকে অর্জিত বোনাস এবং ক্রয়কৃত বান্ডল মিনিটের জন্য টার্গেট ইউসেজ প্রযোজ্য হবে না
  9. প্রতিদিনের বোনাস টাকা শুধুমাত্র জিপি-জিপি
  10. নম্বরে রাত ১১:৫৯ এর মধ্যে ব্যবহার করতে হবে। বোনাস টাকা FnF, সুপার FnF এবং কমিউনিটি ট্যারিফে ব্যবহার করা যাবে না
  11. প্রতিটি কলে গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা অথবা 5MB বোনাস পাবেন
  12. ১২ অক্টোবর ২০১৫ এর পূর্ব থেকে চালু হওয়া প্রিপেইড সংযোগে অফারটি প্রযোজ্য
  13. ডিসেম্বর ২০১৫ থেকে যে সকল গ্রাহকের ইনকামিং অথবা আউটগোয়িং অ্যাক্টিভিটি আছে।
  14. বিস্তারিত জানতে 121 হটলাইনে কল করুন।


Related Posts

: