অনেক পুরানো একটা ঘটনা কিন্তু যতবারই চোখের সামনে পড়ে ততবার ই পড়ে নেই !!
একবার এক প্রেমিকা তার প্রেমিকের কাছে একটি হিরার আংটি আবদার করলো
৩ দিন পর প্রেমিক গেল প্রেমিকার সাথে দেখা করতে। তাদের দেখা হল বাসস্টপে। ছেলেটা হাতে করে একটা পুতুল নিয়ে এসে মেয়েটাকে দিয়ে বলল - এই নাও তোমার উপহার...
হিরার আংটির বদলে পুতুল দেখে মেয়েটি রাগের চোটে পুতুলটি ছুড়ে ফেললো এবং সেটি গিয়ে পড়লো রাস্তার মাঝখানে। ছেলেটি ভারাক্রান্ত মনে পুতুলটি আনতে গেল যখন-ই সে পুতুলটি ঊঠানোর জন্য নিচে ঝুঁকল তখনি একটা ট্রাক এসে ছেলেটিকে ধাক্কা দিল, এবং ছেলেটি মারা গেল...
মেয়েটি দৌড়ে ছেলেটির লাশের কাছে এল এবং বসে কাদতে লাগলো।কিছুক্ষন পর মেয়েটি সেই পুতুলটি হাতে নিল এবং বুকে চেপে উচ্চসরে কাদতে শুরু করলো
হঠাত মেয়েটি পুতুল্টির ভিতর থেকে আওয়াজ শূনতে পেল, এবং সেই আওয়াজটি তার প্রেমিকের(আসলে পুতুলটি ভিতরে একটা টেপ রেকর্ডার ছিল, পুতুলটি জোরে চাপ দিলে সেটা বেজে উঠে অনেকটা বাচ্চাদের লাইটওয়ালা জুতার মত), মেয়েটি কান পেতে শুনলো পুতুলটি বলছে - "জান আমি তোমাকে অনেক ভালবাসি, তোমার জন্য আমি দুনিয়ার সকল সুখ এনে তোমার পায়ে লুটাতে পারি, তুমি যদি বল তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি... তুমি কি আমাকে বিয়ে করবে?? যদি রাজি থাকো তাহলে আমার প্যান্টের বাম পকেটে হাত দিয়ে হিরার আংটিটি বের করে নাও"
এই কথা শোনার পর মেয়েটির সমস্ত শরীর কাপতে শুরু করলো, সে ভয়ে ভয়ে প্রেমিকের পকেটে হাত দিল এবং সত্যি সত্যি সেখানে একটি হিরার আংটির অস্তিত্ব পেল
অতপর
বাধভাঙ্গা কান্না শুরু হয়ে গেল মেয়েটির
কিন্তু কেঁদে আর কি হবে কারন ততক্ষনে যে সব শেষ হয়ে গেছে...
[[[ দয়া করে আপনারা কমেন্ট এর মধ্যে মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করবেন না, আর মেয়েরা দয়া করে বাচ্চাদের মত ঝগড়া শুরু করবেন না , এটা শুধুই একটা ঘটনা এই ঘটনা থেকে যে শিক্ষা পাওয়া যায় তা গ্রহন করুন , বন্ধুদের সাথে শেয়ার করুন ]]]
: