আজ রাত সারা রাত জেগে থাকব(সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর)/Aj Raat sara raat jege thakbo(Sabina Yasmin, Andrew Kishore)

Post a Comment
আজ রাত সারা রাত জেগে থাকব 

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,এন্ড্রু কিশোর

আজ রাত সারা রাত জেগে থাকব
দু’চোখের ইশারাতে কাছে ডাকব
লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে
ভালবাসা তারে আমি বলব
আজ রাত সারা রাত জেগে থাকব
ছোঁয়া দিয়ে হৃদয়ের দ্বার খুলব
ভুল যদি হয়ে যায় অজান্তে
ভালোবাসা তারে আমি বলব
ফুলের কাছে ভ্রমর যেমন
আমার কাছে ওগো তুমি
যেমন আছি তেমনি রব
চিরদিনই এ আমি
পাখির কাছে আকাশ যেমন
আমার কাছে ওগো তুমি
তোমার চোখে তাকিয়ে রব
চিরদিনই এ আমি
মন যদি মনে মেশে
কাছে আসা তারে আমি বলব
ভালোবাসা তারে আমি বলব
ফাগুন এলে আগুন লাগে
হৃদয় রাঙে তুমি এলে
মধুর চেয়ে মধুর লাগে
মিলনের সুখ পেলে
বাতাস এলে উদাস লাগে
কাঁপন জাগে তুমি এলে
প্রাণের চেয়ে আপন লাগে
সোহাগে দোল দিলে
মন যদি ছবি আঁকে
ভীরু আশা তারে আমি বলব
ভালোবাসা তারে আমি বলব


আজ রাত সারা রাত জেগে থাকব
(সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর)/Aj Raat sara raat jege thakbo(Sabina Yasmin, Andrew Kishore)

Related Posts

: