সবাই তো ভালবাসা চায় (সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর)/Sobai to valobasa cai (Sabina Yasmin , Andrew Kishore)

Post a Comment
সবাই তো ভালবাসা চায়
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার












সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়

কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।


Sobai to valobasa cai (Sabina Yasmin , Andrew Kishore, Alam Khan, Gazi Mazharul Anowar)

Related Posts

: