জন্ম - 370 খ্রীষ্টপূর্ব
মৃত্যু - 283 খ্রীষ্টপূর্ব
বাসস্থান. - পাটলিপুত্র, মৌর্য্য সাম্রাজ্য
অন্য নাম. - কৌটিল্য, বিষ্ণুগুপ্ত
শিক্ষা প্রতিষ্ঠান - তক্ষশিলা
পেশা - রাজ-উপদেষ্টা
উল্লেখযোগ্য কর্ম - অর্থনীতিবিদ, দার্শনিক, অর্থশাস্ত্র (অর্থশাস্ত্র নামক রাষ্ট্র বিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা)
1) "ব্যক্তি একা জন্ম নেয় আর একাই মারা যায়; আর সে নিজের ভালো এবং খারাপ কর্মের ফল নিজেই ভোগে; আর সে একাই স্বর্গ বা নরকে যায়"।
-Chanakya
2) "ভগবান মুর্তির মধ্যে নেই। আপনার অনুভূতিই হল আপনার ঈশ্বর। আত্মা হল আপনার মন্দির"।
-Chanakya
3) "যদি কোন সাপ বিষাক্ত নাও হয় তবুও তাকে নিজেকে বিষাক্ত দেখাতে হবে"।
-Chanakya
4) "কোন কাজ শুরু করার আগে, নিজেকে তিনটি প্রশ্ন করুন --
আমি এইটা কেন করছি?
এর পরিণাম কি হবে?
আর আমি কি সফল হব?
আর যখন গভীর ভাবে ভেবে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়ে যাবেন, তখনি এগোবেন"।
আমি এইটা কেন করছি?
এর পরিণাম কি হবে?
আর আমি কি সফল হব?
আর যখন গভীর ভাবে ভেবে এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়ে যাবেন, তখনি এগোবেন"।
-Chanakya
5) "এই কথাটি কে ব্যক্ত হতে দেবেন না যে আপনি কি করার জন্য ভেবেছেন, বুদ্ধির দ্বারা এটিকে রহস্য বানিয়ে রাখুন আর এই কাজটি করার জন্য দৃঢ় থাকুন"।
-Chanakya
6) " শিক্ষা হল সবথেকে ভালো মিত্র। একজন শিক্ষিত ব্যক্তি সব জায়গাতেই সম্মান পাই। শিক্ষা সৌন্দর্য এবং যৌবন কে পরাস্ত করে দেয়"।
-Chanakya
7) "যখনি ভয় আপনার নিকটবর্তী হবে, ওর উপর আক্রমণ করে ওকে নষ্ট করে দিন"।
-Chanakya
8) "কোন মূর্খ ব্যক্তির জন্য পুস্তক অতটাই উপযোগী যতটা একজন অন্ধ ব্যক্তির জন্য আয়না"।
-Chanakya
9) "যতক্ষণ আপনার শরীর সুস্থ এবং নিয়ন্ত্রণে আছে আর মৃত্যু দূরে আছে, নিজের আত্মা কে বাঁচানোর চেষ্টা করুন; যখন মৃত্যু মাথার উপর এসে যাবে তখন আপনি কি করতে পারবেন"?
-Chanakya
10) "যে কোন ব্যক্তি তার কর্ম থেকে মহান হয়, জন্ম থেকে নাই"।
-Chanakya
11) "যেমন একটি শুষ্ক বৃক্ষ কে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তো সে সম্পূর্ণ জঙ্গল জ্বালিয়ে দেয়, সেইরূপ একটি পাপী পুত্র সম্পূর্ণ পরিবার কে ধংস করে দেয়"।
-Chanakya
12) "সবচেয়ে বড় গুরুমন্ত্র হল: কখনোই নিজের গুপ্ত কথা অপরকে বলবেন না। এটা আপনাকে বরবাদ করে দেবে"।
-Chanakya
13) "প্রথম পাঁচ বছর নিজের সন্তান কে খুব ভালবেসে রাখুন। পরের পাঁচ বছর তাকে বকে-ঝকে রাখুন। যখন সে ষোল বছরের হয়ে যাবে তখন তার সাথে একটা মিত্রের মত ব্যবহার করুন। আপনার বয়স্ক সন্তানই হল আপনার সবথেকে ভালো মিত্র"।
-Chanakya
14) "ফুলের সুগন্ধ কেবল মাত্র বায়ুর দিশাতে ছড়ায়। কিন্তু কোন ব্যক্তির সততা প্রতিটি দিশাতেই ছড়িয়ে যায়"।
-Chanakya
15) "পৃথিবীর সবথেকে বড় শক্তি হল যৌবন এবং মহিলাদের সুন্দরতা"।
-Chanakya
16) "আমাদের অতীতের বিষয়ে আফসোস করা উচিত নাই, আর না ভবিষ্যতের বিষয়ে চিন্তিত হওয়া উচিত; বিবেকবান ব্যক্তি সর্বদা বর্তমানে বাঁচে"।
-Chanakya
17) "প্রতিটি বন্ধুত্বের পিছনে কোন না কোন স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া এমন কোন বন্ধুত্বই নেই, এটা একটা তিত সত্য"।
-Chanakya
18) "বেশ্যা নির্ধনের সাথে থাকে না, নাগরিক দুর্বল সংগঠনের সমর্থন করে না, আর পক্ষী সেই গাছে বাসা বাঁধে না যে গাছে ফল থাকে না"।
-Chanakya
19) "সাপের ফনা, মাছির মুখ আর বিছার হুলে বিষ থাকে; কিন্তু দুষ্ট ব্যক্তি তো বিষে ভরা থাকে"।
-Chanakya
20) "যে নিজের পরিবারের সঙ্গে অত্যাধিক জড়িত আছে, তাকে চিন্তা আর ভয়ের সম্মুখীন হতে হয়, কেন না সমস্ত দুঃখের মূল হল আনুষঙ্গিক। তাই খুশির জন্য আনুষঙ্গিক ছেড়ে দেওয়া উচিত"।
-Chanakya
21) "যে আমাদের ভাবনায় থাকে সে নিকটে আছে, যদিও বাস্তবে সে যত দূরেই থাকুক না কেন; কিন্তু যে আমাদের হৃদয়ে নেই সে কাছে থেকেও দূরে থাকে"।
-Chanakya
22) "তার সাথে কখনোই মিত্রতা করবেন না যার আপনার থেকে কম বা বেশি প্রতিপত্তি আছে। এমন মিত্রতা কখনোই আপনাকে খুশি দেবে না"।
-Chanakya
23) "যখন আপনি কোন কাজ শুরু করবেন, তখন আপনি ব্যর্থতা কে ভয় পাবেন না আর না সেই কাজ কে ছাড়বেন। যে ব্যক্তি সততার সাথে কাজ করে সে সবচেয়ে বেশি প্রসন্ন থাকে"।
-Chanakya
24) "সেবক কে তখন পরীক্ষা করবেন যখন সে কাজ করছে না, আত্মীয় কে বিপদের মুখে, মিত্র কে সঙ্কটে, আর স্ত্রী কে ঘোর বিপত্তি তে"।
-Chanakya
25) "সন্তুলিত বুদ্ধির মত কোন সরলতা নেই, সন্তোষের মত কোন সুখ নেই, লোভের মত কোন রোগ নেই, আর দয়ার মত কোন পূণ্য নেই"।
-Chanakya
26) "যদি কারো স্বভাব ভালো হয় তাহলে তার আর অন্য গুণের কি প্রয়োজন? যদি মানুষের কাছে প্রসিদ্ধি থাকে তাহলে তার আর অন্য কোন অলংকারের কি প্রয়োজন"?
-Chanakya
27) "হে বুদ্ধিমান মানুষ! আপনার ধনসম্পত্তি তাকে দিন যে এর যোগ্য হবে আর কাউকে না। মেঘের দ্বারা নেওয়া সমূদ্রের জল সর্বদা মিঠা হয়"।
-Chanakya
28) "পৃথিবী সত্যের শক্তি দ্বারা সমর্থিত আছে; এটা সত্যেরই শক্তি যে সূর্য কে চমক আর হাওয়া কে বেগ দেয়; আসলে প্রতিটি জিনিস সত্যের উপর নির্ভর করে"।
-Chanakya
29) "সে, যার জ্ঞান শুধু মাত্র পুস্তক পর্যন্ত সীমিত আছে আর যার ধনসম্পদ অপরের দখলে আছে, সে প্রয়োজনে না নিজের জ্ঞান প্রয়োগ করতে পারে আর না ধন"।
-Chanakya
30) "যে সুখ শান্তিটা মানুষ আধ্যাত্মিক শান্তির অমৃত থেকে সন্তুষ্ট হলে পাই সেটা লোভী মানুষ কখনোই অস্থির ভাবে এদিক ওদিক ঘুরে পাই না"।
-Chanakya
31) "একজন অশিক্ষিত ব্যক্তির জীবন সেইরূপ বেকার যেমন কুকুরের লেজ, যেটা না তার পিছনের অংশ ঢাকতে সাহায্য করে আর না পোকা মাকর কাটা থেকে বাঁচাই"।
-Chanakya
32) "একটি উৎকৃষ্ট কথা যেটা সিংহের থেকে শেখা যায় সেটি হল যে মানুষ যা কিছুই করতে চাই সেটি যেন সম্পূর্ণ মন থেকে আর প্রবল প্রয়াসের সাথে করে"।
-Chanakya
33) "সারসের মত একজন বুদ্ধিমান ব্যক্তিকেও নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রন রাখা উচিত আর নিজের উদ্দেশ্য কে স্থানের খবর, সময় আর যোগ্যতা অনুযায়ী প্রাপ্ত করা উচিত"।
-Chanakya
34) "য ব্যক্তি পরমাত্মা পর্যন্ত পৌঁছতে চাই তার বাণী, মন এবং ইন্দ্রিয়ের পবিত্রতা আর একটি দয়ালু হৃদয়ের দরকার হয়"।
-Chanakya
35) "প্রজার সুখেই রাজার সুখ আর প্রজার হিতেই রাজার নিজের হিত ভাবা দরকার। আত্মপ্রিয়তায় রাজার হিত নেই, প্রজা প্রিয়তায় রাজার হিত আছে"।
-Chanakya
36) "সেই হল পুত্র যে পিতৃ-ভক্ত, সেই হল পিতা যে সঠিক ভাবে পালন পোষন করে, সেই হল মিত্র যার উপর বিশ্বাস করা যায় আর আর সেটাই হল দেশ যেখানে জীবিকা আছে"।
-Chanakya
37) "উদারতা মনুষ্যের শ্রেষ্ঠ গুণ"।
-Chanakya
38) "কঠোর পরিশ্রম দ্বারা মনুষ্য সব কিছু অর্জন করতে পারে"।
-Chanakya
39) "অধিক সিধা-সাধা হওয়াও ঠিক না, কেন না সোজা গাছকে সব সময় কেটে নেওয়া হয় আর বাঁকা গাছকেই ছেড়ে দেওয়া হয়"।
-Chanakya
40) "কারো বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্য কে নিয়ে মজা করো না, কেন না "কাল" এর মধ্যে এত শক্তি আছে যে সে একটি সাধারণ কয়লার টুকরো কে হীরাতে পরিবর্তন করে দিতে পারে"।
-Chanakya
41) "আফসোস করার সময় মানুষের যে বুদ্ধি থাকে, ঐ বুদ্ধিই যদি খারাপ কাজ করার সময় থাকে তাহলে মানুষ কে জীবনে কখনোই আফসোস করতে হয় না"।
-Chanakya
42) "শুধু সাহসের ভরসায় কোন কাজ কে জেতা যাবে না"।
-Chanakya
43) "মানুষের নিজের সভ্য ব্যবহারই মানুষের মনের ভেদ খুলে দেয়"।
-Chanakya
44) "পরিশ্রম হল সেই চাবি, যে ভাগ্যের দরজা খুলে দেয়"।
-Chanakya
45) "অপরের ভুল থেকেও শেখ, শুধু নিজের উপরই প্রয়োগ করে শেখার জন্য তোমার আয়ু কম পড়বে"।
-Chanakya
46) "সেই মানুষটি হল চন্ডাল যে দূর থেকে আসা ক্লান্ত অতিথির আদর সৎকার না দিয়েই রাতের ভোজন নিজে খেয়ে নেয়"।
-Chanakya
47) "পাপ করে উপার্জন করা টাকা দশ বছর থাকতে পারে। তারপর সেটা লুপ্ত হয়ে যাবে, তার অস্তিত্বের সাথে"।
-Chanakya
48) "যখন মানুষ দৌলত হারায় তখন তার মিত্র, স্ত্রী, চাকর, আত্মীয় তাকে ছেড়ে চলে যায়। আর যখন সে দৌলত পুনঃ অর্জন করে তখন এইসব আবার ফিরে আসে। সেই জন্য দৌলতই সবচেয়ে উৎকৃষ্ট আত্মীয়"।
-Chanakya
49) "এই পৃথিবীতে সেই খাজানা নাই যেটা আপনার গুরু দ্বারা দেওয়া জ্ঞানের একটি অক্ষরের ঋণ কে পরিশোধ করতে পারে"।
-Chanakya
50) "সেই ব্যক্তি যার হৃদয় প্রতিটি প্রাণীর প্রতি করুণাময়ী। তার কি প্রয়োজন কোন জ্ঞানের, মুক্তির, মাথার উপর জটা রাখার আর নিজের শরীরে ছাই লাগানোর"।
-Chanakya
ধন্যবাদ
----------------------------------
↪ related posts
: