মহাত্মা গান্ধীর স্মরণীয় বাণী!

Post a Comment
মহাত্মা গান্ধীর অনুপ্রেরণীয় বাণী মহাত্মা গান্ধী এমন একটা নাম যেটা শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে প্রসিদ্ধ। সত্য এবং অহিংসার পূজারী, যিনি বিনা অস্ত্র নিয়ে ইংরেজ দের ঝুঁকিয়া দিয়েছিলেন, এবং তাদের ভারত ছাড়তে বাধ্য করেছিলেন। আসুন আজকে আমরা ঐ মহান মহাপুরুষের মহান বাণী গুলোকে জেনে তার থেকে কিছু শেখার চেষ্টা করি।



 মহাত্মা গান্ধীর বিষয়ে আরো জানতে এইখানে ক্লিক করুন ↪ মোহনদাস করমচাঁদ গান্ধী!



1) ব্যক্তি নিজের ভাবনা দিয়ে নির্মিত একটা প্রাণী, সে যেমন ভাবে তেমনি হয়ে যায়।

 2) নিজের প্রয়োজনে দৃঢ় বিশ্বাস রাখা একটা শরীর ইতিহাসের পথ বদলে দিতে পারে।

 3) সব সময় নিজের ভাবনা, শব্দ আর কর্মের পূর্ণ সামঞ্জস্যের লক্ষ্য নির্ধারণ করুন, সব সময় নিজের ভাবনা কে শুদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করুন আর সব কিছু ঠিক হয়ে যাবে।

 4) চোখের বদলে চোখ সম্পূর্ণ পৃথিবীকে অন্ধ করে দেবে।

 5) একটু অভ্যাস অনেক গুলো উপদেশের থেকে ভাল।
6) নিজের মধ্যে সেই পরিবর্তন টা করুন যেটা আপনি পৃথিবীতে দেখতে চান।

 7) বিশ্বাস কে সব সময় যুক্তি দিয়ে মাপা দরকার, যখন বিশ্বাস অন্ধ হয়ে যায় তখন মরে যায়।

 8) প্রথমে সে আপনার উপর ধ্যান দেবে না, তারপর সে আপনার উপর হাসবে, তারপর সে আপনার সাথে লড়বে, আর তখন আপনি জিতে যাবেন।

 9) যতক্ষণ পর্যন্ত ভুল করার স্বাধীনতা না হয় ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার কোন অর্থ নাই।

 10) খুশী তখন পাবেন যখন আপনি যেটা ভাবেন, যেটা বলেন আর যেটা করেন, সামঞ্জস্যের মধ্যে থাকবে।

 11) নীরবতা সবথেকে শক্তিশালী ভাষণ, আস্তে আস্তে পৃথিবী আপনাকে শুনবে।

 12) পূর্ণ ধারনার সাথে বলা "না" শুধু অপরকে খুশ করার জন্য বা সমস্যা থেকে পার পাওয়ার জন্য বলা "হ্যা" এর থেকে ভাল।

 13) বিশ্বের সমস্ত ধর্ম, অন্য দিক থেকে যতই অন্তর থাকুক, কিন্তু সবাই একটা কথাই একমত আছে যে পৃথিবীতে কিছুই নয় শুধু মাত্র সত্য জীবিত থাকে।

 14) কোন ত্রুটি তর্ক বিতর্ক করলে সত্য হয়ে যাবে না, আর কোন সত্য এই জন্য ত্রুটি হতে পারে না যে কেউ তাকে দেখছে না।

 15) ক্রোধ আর অসহিষ্ণুতা ভাল বোঝার শত্রু।

 16) পুঁজি কখনো খারাপ হয় না, তার ভুল ব্যাবহারে খারাপ হয়। কোন না কোন রুপে পুঁজির প্রয়োজন সব সময় থাকবে।

 17) নিজের ভুল কে স্বীকার করা ঝাঁট দেওয়ার সমান যে ভূমি কে পরিষ্কার করে দেয়।

 18) নিরন্তর বিকাশ হল জীবনের নিয়ম, আর যে ব্যক্তি নিজেকে সঠিক দেখানোর জন্য সব সময় নিজের রীতি কে অক্ষত রাখার চেষ্টা করে, সে নিজেকে ভুল স্থিতি তে পৌঁছে দেয়।

 19) যে চাইবে সেই নিজের অন্তরাত্মার আওয়াজ শুনতে পারবে, সেটা সবার ভিতর আছে।

 20) গর্ব লক্ষ্য কে পাওয়ার জন্য করা প্রযত্ন তে নিহিত আছে, তাকে পাওয়া তে নেই।

 21) আমি মরার জন্য তৈরী আছি, কিন্তু এমন কোন কারণ নেই যার জন্য আমি মরতে চাই।

 22) আমি সকলের সমতার উপর বিশ্বাস রাখি, শুধু সাংবাদিক আর ফটোগ্রাফার কে ছাড়া।

 23) সত্য বিনা জন সমর্থনেও দাঁড়িয়ে থাকে। সে হল আত্মনির্ভর।

 24) সত্য কখনো এমন কারণ কে ক্ষতি করে না যেটা উচিত।

 25) আমার ধর্ম সত্য আর অহিংসার উপর আধারিত। সত্য আমার ভগবান, আর অহিংসা তাকে পাওয়ার সাধন।

 26) আমার জীবন হল আমার বাণী।

 27) যেখানে প্রেম আছে সেখানে জীবন আছে।

 28) এমন ভাবে বাঁচো যেন তুমি কাল মরে যাবে। আর এমন ভাবে শেখো যেন তুমি সব সময় বেঁচে থাকবে। 

29) যখন আমি নিরাশ হয়, আমি মনে করে নিই সমস্ত ইতিহাসের সময় সত্য আর প্রেমের পথে চলেই বিজয় হয়েছে। কত অত্যাচারি আর খুনী এসেছে, আর কিছু সময়ের জন্য তারা অজেয় লাগতে পারে, কিন্তু শেষে তাদের পতন ঘটে। এই বিষয়ে ভাব - সব সময়।

 30) সাতটি মারাত্মক পাপ: কর্ম ছাড়া ধন সম্পদ; অন্তরাত্মা ছাড়া সুখ; মানবতা ছাড়া বিজ্ঞান; চরিত্র ছাড়া জ্ঞান; নীতি ছাড়া রাজনীতি; নৈতিকতা ছাড়া বানিজ্য; ত্যাগ ছাড়া উপাসনা।

 31) ভগবানের কোন ধর্ম নেই।

 32) আমি কাউকেই তার নোংরা পা দিয়ে আমার মনের উপর দিয়ে যেতে দেব না।

 33) পাপ কে ঘৃণা করো, পাপী কে প্রেম করো।

 34) আমার অনুমতি ছাড়া কেউ আমাকে দুঃখ দিতে পারবে না।

 35) প্রার্থনা চাওয়া নয়, এটা আত্মার লালসা, এটা প্রতিদিন নিজের কমজোরির স্বীকারক্তি। প্রার্থনায় কিছু না বলে মন লাগানো, কিছু বলে মন না লাগানোর থেকে ভাল।

 36) স্বয়ং কে জানার সর্বশ্রেষ্ঠ তরিকা হল স্বয়ং কে অপরের সেবায় ডুবিয়ে দেওয়া।

 37) আপনার মান্যতা আপনার ভাবনা হয়ে যায়, আপনার ভাবনা আপনার শব্দ হয়ে যায়, আপনার শব্দ আপনার কার্য হয়ে যায়, আপনার কার্য আপনার অভ্যাস হয়ে যায়, আপনার অভ্যাস আপনার মূল্য হয়ে যায়, আপনার মূল্য আপনার নিয়তি হয়ে যায়।

 38) আজকে আপনি যেটা করবেন তার উপর আপনার ভবিষ্যত নির্ভর করে।

 39) মানুষ প্রায়ই সেটা হয়ে যায় যেটা হওয়ার উপর সে বিশ্বাস করে। যদি আমি নিজেকে বলি যে আমি এইটা করতে পারব না, তো এটার সম্ভব আছে যে আমি সেটা করতে সত্যিই অসমর্থ হয়ে যাব, আর যদি বিশ্বাস করি যে আমি এটা করতে পারব, তো আমি নিশ্চিত রুপে সেটা করার ক্ষমতা পেয়ে যাব, যদিও শুরুতে সেটা করার ক্ষমতা আমার কাছে ছিল না।

 40) চলুন সকালের প্রথম কাজ আমরা এই সংকল্প নিয়ে করি - আমি পৃথিবীতে কাউকে ভয় পাবো না। শুধু ভগবান কে ভয় পাবো, - আমি কারো প্রতি খারাপ ধারনা রাখব না, - আমি কারো অন্যায়ের সমক্ষে ঝুঁকব না, - আমি অসত্য কে সত্য দিয়ে জিতব, - আর অসত্যের বিরোধ করে আমি সমস্ত কষ্ট সহ্য করব।

 41) আপনি মানবতার বিশ্বাস হারাবেন না। মানবতা সমূদ্রের মত; যদি সমূদ্রের কয়েক ফোটা জল নোংরা থাকে, তাহলে সমূদ্র নোংরা হয়ে যায় না।

 42) একটা দেশের মহানতা আর নৈতিক প্রগতি কে এইটা দিয়ে বোঝা যেতে পারে যে ওখানে পশুদের সাথে কেমন ব্যবহার করা হয়।

 43) প্রতি রাতে, যখন আমি শুতে যায়, তখন আমি মরে যায়। আর আগামী সকালে, যখন আমি উঠি, আমার পুনর্জন্ম হয়।

 44) তুমি যেটাই করবে সেটা নগন্য হবে, কিন্তু এটা জরুরী যে তুমি সেটা করো।

 45) মৃত, অনাথ আর গৃহহীন তারা কি জানে যে এই সর্বনাশ স্বর্বাধিকার বা স্বতন্ত্রতা বা লোকতন্ত্রের মত পবিত্র নামে নিয়ে আসা হয়?

 46) পৃথিবীতে এমন লোক আছে যারা এত ক্ষুধার্ত যে তারা ভগবান কে আর অন্য কোন রুপে দেখতে পাই না শুধু রুটি ছাড়া।

 47) পৃথিবী মানুষ কে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট সম্পদ প্রদান করে, কিন্তু লোভ পুরো করার জন্য নয়।

 48) নিজের জ্ঞানের উপর প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করা হল মুর্খতা। এইটা মনে করিয়ে দেওয়া ঠিক হবে যে সবথেকে মজবুত ও কমজোর হতে পারে আর সবথেকে বুদ্ধিমান ও ভুল করতে পারে।

 49) যখনি আপনার সম্মুখীন কোন বিরোধীর সাথে হবে, তাকে প্রেম দিয়ে জিতুন।

 50) আপনি আমাকে শিকল দিয়ে বাঁধতে পারেন, যন্ত্রণা দিতে পারেন, এমনকি আপনি এই শরীরটি কে নষ্ট ও করতে পারেন, কিন্তু আপনি কখনোই আমার ভাবনা কে কয়েদ করতে পারবেন না।



 ধন্যবাদ!



                 -----------------------------------





↪ related posts

↪ mark zuckerberg quotes in bengali !

↪ সবুরের ফল মিঠা হয়!

↪ প্রতিভার পরিচয়!

↪ 2 টাকার চাকরি থেকে 500 কোটি টাকার কম্পানি!

Related Posts

: