আবু-আলী-সিনার অমূল্য বাণী
অন্য নাম - শারাফ আল মুলক, হুজ্জাত আল
হক, শাইখ আল রাঈস।
হক, শাইখ আল রাঈস।
জন্ম - আনুমানিক 980 খ্রীষ্টাব্দ/370
হিজরি, আফসানা,সামানিদ সাম্রাজ্যের
(উজবেকিস্তান) রাজধানী বুখারার নিকটস্থ।
হিজরি, আফসানা,সামানিদ সাম্রাজ্যের
(উজবেকিস্তান) রাজধানী বুখারার নিকটস্থ।
মৃত্যু - 1037 খ্রীষ্টাব্দ হামাদান, পারস্য (ইরান)
ধর্ম - ইসলাম
পেশা - অধিবিদ্যা, যুক্তিবিজ্ঞান, নৈতিকতা,
চিকিৎসা শাস্ত্র, পদার্থ বিজ্ঞান, গণিত,
জ্যোতির্বিজ্ঞান, ধর্মতত্ত্ব।
চিকিৎসা শাস্ত্র, পদার্থ বিজ্ঞান, গণিত,
জ্যোতির্বিজ্ঞান, ধর্মতত্ত্ব।
আবু আলী হোসাইন ইবনে সিনা মধ্য প্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক। তিনি বিভিন্ন বিষয়ে 450টি পুস্তক লিখেছেন, তার মধ্যে 15টি চিকিৎসা বিজ্ঞানের সম্বন্ধীয়। তাকে সর্ববিদ্যায় পারদর্শী হিসেবে আখ্যায়িত করা যায়। তাকে একসাথে ইরান, তুরস্ক, আফগানিস্তান এবং রাশিয়ার বিজ্ঞজনেরা তাদের জাতীয় জ্ঞানবীর হিসেবে দাবী করে। মুসলিম বিশ্বে তার প্রভাব সবচেয়ে বেশি।
মধ্যযুগীয় জ্ঞান-বিজ্ঞানের ভিত রচনায় তার অবদান অস্বীকার্য। তার মূল অবদান ছিল চিকিৎসা শাস্ত্রে। তিনি চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ আল-কানুন-ফিত-তিব রচনা করেন যা উনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল প্রতিষ্ঠানসমূহে পাঠ ছিল। আরবিতে ইবনে সিনা কে আল-শাইখ আল-রাঈস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয়। ইউরোপে তিনি আভিসিনা নামে সমধিক পরিচিত। হিব্রু ভাষাই তার নাম এভেন সিনা। আরবে তার পুর নাম আবু আলী হোসাইন ইবনে আব্দুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা।
1) মহান ব্যক্তি দুটি কার্য সর্বদাই করে। প্রথম - ভুল কে ক্ষমা করা, দ্বিতীয় - ঐ ভুল কে ভুলে যাওয়া।
-Avicenna
2) ধৈর্য্য ধারণ করলে সফলতা নিশ্চয়ই পাওয়া যায়।
-Avicenna
3) বেশি কথা বলা থেকে বাঁচুন, কেন না বেশি কথা বললে ভুল হয়। একঘেয়েমি ও অনুভব হয়।
-Avicenna
4) যে জিনিসটা আপনি অপরের মধ্যে পছন্দ করেন না, সেটা নিজেও অপছন্দ করতে শিখুন।
-Avicenna
5) শরীরের শোষণের জন্য খাওয়া জরুরী, তেমনি আত্মার পোষণের জন্য অপরের সাহায্য করা লাভদায়ী হবে।
-Avicenna
6) নিরব থাকা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়।
-Avicenna
7) যেমন সোনা বা রূপার ধ্যান রাখেন, ঠিক তেমনি নিজের জিভের ও খেয়াল রাখুন।
-Avicenna
8) মুল্য জলের নেই, পিপাসার হয়। জীবনের কোন মানে নেই, মৃত্যুই হল সব। কথা কখনো সম্পর্কের হয় না, কিন্তু বিশ্বাসের হয়।
-Avicenna
9) যে ব্যক্তি অপরের উপর ঈর্ষা করে সে কখনো আরাম করতে পারে না, আর যে ব্যক্তির মধ্যে শিষ্টাচার থাকে না তাকে কেউ ভালবাসে না।
-Avicenna
10) আপনার কাছে যদি কিছুই না থাকে তো কোন ব্যাপার নেই। কম করে এটা অপরের থেকে ভিক্ষা করার থেকে তো ভাল হবে।
-Avicenna
11) আমাদের শত্রু কোন ধর্মের নেই, কিন্তু আমাদের সবথেকে বড় শত্রু হল অজ্ঞানতা।
-Avicenna
12) সত্য বললে ধার্মিকতা পাওয়া যায় আর ভাল ভাবনার ব্যক্তির জান্নাত নসীব হয়।
-Avicenna
13) আপনার প্রতিটি আশা শুধু আর শুধু ঈশ্বরের প্রতি হওয়া উচিত। নিজের পাপ কে ছাড়া পৃথিবীর কোন জিনিসকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।
-Avicenna
14) যখন আপনি অসুস্থ পরবেন তখন ভয় পাওয়ার প্রয়োজন নেই, বেশি বেশি করে আশা করার চেষ্টা করুন।
-Avicenna
15) যখন মনে কোন জজ্বা থাকে না তখন অশ্রু শুকিয়ে যায়। আর বারবার পাপ করলে হৃদয় পাথরের হয়ে যায়।
-Avicenna
16) গরীব ব্যক্তি নিজের দেশেই বিদেশিদের মত থাকে।
-Avicenna
17) এতটা শক্ত হওয়ার দরকার নেই যে কেউ আপনাকে ভেঙে দেবে। আর এতটা নরম হওয়ার দরকার নেই যে আপনাকে চেপে দিয়ে চলে যাবে।
-Avicenna
18) বুদ্ধিমান ব্যক্তির কাছে বলার জন্য সব সময়ই কিছু না কিছু থাকে। যেখানে একজন বোকা ব্যক্তির কিছু বলার জন্য প্রয়োজন অনুভব হয়।
ধন্যবাদ!
--------------------------------------
↪ related posts
: