পিতার প্রেরণাদায়ক পত্র পুত্রের নামে!

1 comment
 
            Ghanshyam das birla



ঘনশ্যাম দাস বিরলা দ্বারা নিজের পুত্র বসন্ত কুমার বিরলার নামে লিখিত অত্যন্ত প্রেরণাদায়ক  পত্র, যেটা আমাদের প্রত্যেকের পড়া উচিত।



প্রিয় বসন্ত.

আমি যেটা লিখছি সেটা তুমি বড় হয়ে এবং বুড়ো হয়েও পড়বে। নিজের অভিজ্ঞতার কথা বলছি। সংসারে মানুষের জন্ম দুর্লভ, আর যে মানুষ হিসেবে জন্মে নিজের শরীরের অপব্যবহার করে, সে হল পশু।
তোমার কাছে ধন সম্পদ আছে, সুস্থ শরীর আছে, সমস্ত রকম সামগ্রী আছে, একে সেবার জন্য ব্যবহার করো, তাহলে তোমার সামগ্রী সফল হবে অন্যথা সেটা শুধু মাত্র শয়তানের অস্ত্র হয়ে যাবে।

তুমি এই কথা গুলোর ধ্যান অবশ্যই রাখবে।



অর্থ কে আনন্দ ফুর্তিতে কখনোই ব্যবহার করবে না, এই জন্য নয় যে সম্পদ সর্বদা থাকবে না বরং এই জন্য যে, যতদিন তোমার কাছে আছে তার ব্যবহার শুধু সেবার জন্য করো। নিজের উপর যতটা কম হয় খরচ করো, বাকি জনকল্যাণ আর দুঃখী দের দুঃখ দূর করতে ব্যয় করো। ধন হল একটা শক্তি, এই শক্তির নেশায় কারো সাথে অন্যায় হয়ে যাওয়ার সম্ভবনা থাকে, তাই তার সর্বদা ধ্যান রাখবে যে তোমার ধন এর ব্যবহারে কারো সাথে অন্যায় যেন না হয়।



নিজের সন্তানের জন্যও এই উপদেশ ছেড়ে যাও। যদি বাচ্চা সখ-আবদার, আনন্দ-ফুর্তি করে তাহলে পাপ করবে আর আমাদের ব্যবসা কে ধংস করে ফেলবে। এমন অযোগ্য কে কখনোই ধন দেবে না, ওর হাতে যাবে তার আগেই জনকল্যাণের কোন কাজে লাগিয়ে দেবে বা গরীবদের মধ্যে বিতরণ করে দেবে। তুমি এটা অন্ধ হয়ে নিজের সন্তানের মোহ তে স্বার্থের জন্য ব্যবহার করতে পারো না। আমরা অত্যাধিক পরিশ্রম করে ব্যবসা কে এই ভেবে বাড়িয়েছি যে ওরা এর সঠিক ব্যবহার করবে।



"ইশ্বর কে কখনোই ভুলবে না, সে সর্বদাই ভালো বুদ্ধি দেয়। ইন্দ্রিয় কে পরাস্ত করবে, নাহলে এ তোমাকে ডুবিয়ে দেবে"।



নিত্য নিয়ম অনুযায়ী ব্যায়াম করবে। স্বাস্থ্যই হল সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য থেকে কার্যে কুশলতা আসে, কুশলতা থেকে কার্য সিদ্ধি আর কার্য সিদ্ধি থেকে সমৃদ্ধি লাভ হয়।



সুখ সমৃদ্ধির জন্য স্বাস্থ্যই হল সবথেকে জরুরী। আমি দেখেছি যে স্বাস্থ্য সম্পদ থেকে বর্জিত হলে কোটি টাকার মালিক ও কেমন দরিদ্র হয়ে যাই। স্বাস্থ্যের অভাব থাকলে সুখ সাধনের কোন মূল্য নেই। এই সম্পদের রক্ষা যে কোন উপায়ে করবে। ভোজন কে ঔষধ মনে করে খাবে। স্বাদের কাছে বশ হয়ে খেতে থাকবে না। বাঁচার জন্য খাবে, খাওয়ার জন্য বাঁচবে না।

- ঘনশ্যাম দাস বিরলা!




ঘনশ্যাম দাসের নিজের পুত্র কে লেখা পত্র পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ পত্রের মধ্যে একটি। আমাদেরও এই পত্রটি থেকে প্রেরণা নেয়া উচিত এবং আমাদের সন্তানদের এর রকম উপদেশ দেয়া উচিত, যাহাতে তাদের ভবিষ্যত ভাল হয় এবং তারা যাহাতে পরোপকারী হয় এবং যাহাতে সমাজের কল্যাণ হয়।



ধন্যবাদ।



                   -----------------------------------

Related Posts

1 comment

Post a Comment