কনফুসিয়াস এর উক্তি বা বাণী

Post a Comment
চাইনিজ দার্শনিক কনফুসিয়াস এর মূল্যবান বাণী, আপনার জীবন বদলে দিতে পারে।


কনফুসিয়াস চীনের বিখ্যাত দার্শনিক, শিক্ষক এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 511 সালে চীনের লু রাষ্ট্রের ছুফু শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। তিনি মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তার বিশ্বাস ছিল যে শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান। এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব 479 সালে মৃত্যুবরণ করেন।




1) প্রতিটি জিনিসের মধ্যেই সুন্দরতা থাকে, কিন্তু সবাই সেটা দেখতে পাই না।

- Confucius 


2) যেটা আপনি নিজে পছন্দ করেন না সেটা অপরের উপর নিক্ষেপ করবেন না।

- Confucius 


3) আমি শুনি আর ভুলে যাই, আমি দেখি আর মনে রাখি, আমি করি আর বুঝে যাই।

- Confucius 


4) একটি সিংহের থেকে বেশি একটি উত্পীড়নকর সরকার কে ভয় পাওয়া উচিত।

- Confucius 


5) একজন শ্রেষ্ঠ ব্যক্তি কথাই কম, কাজে বেশি হয়।

- Confucius 


6) অন্যায় কে দেখা আর শোনায় হলো অন্যায়ের শুরু।

- Confucius 


7) সফলতা আগে থেকে তৈরি হওয়ার উপর নির্ভর করে, নাহলে ব্যর্থতা নিশ্চিত।

- Confucius 


8) ঘৃণা করা সহজ, প্রেম করা কঠিন। সবকিছু এইভাবেই কার্যত। সমস্ত কিছু ভালো জিনিস কে পাওয়া কঠিন হয়,  আর খারাপ কিছু সহজেই পাওয়া যাই।

- Confucius 


9) মহত্ত্ব না পড়ার মধ্যে নেই, বরং প্রতিবার পড়ে উঠে দাঁড়ানোর মধ্যে আছে।

- Confucius 


10) এইটা বিষয় না যে আপনি কতটা ধীরে চলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি থেমে না যাচ্ছেন।

- Confucius 


11) আমরা তিন রকম পদ্ধতিতে জ্ঞান অর্জন করতে পারি।
প্রথম - ভেবে, যেটা সবথেকে সঠিক।
দ্বিতীয় - অনুসরণ করে, যেটা সবথেকে সহজ।
তৃতীয় - অভিজ্ঞতা থেকে, যেটা সবথেকে কঠিন।

- Confucius 


12) বুদ্ধি, করুণা আর সাহস হলো মানুষের জন্য তিনটি সার্বভৌমিক স্বীকৃত নৈতিক গুণ।

- Confucius 


13) সেই কাজটি কে বেছে নিন যেটি কে আপনি পছন্দ করেন, তারপর আপনি সারা জীবনে একদিনও কাজ করবেন না।

- Confucius 


14) খুঁত যুক্ত হীরা যে কোন নিখুঁত পাথরের থেকে উত্তম।

- Confucius 


15) বিজয় শক্তি, সফল হওয়ার তীব্র ইচ্ছা এবং নিজের ভিতরে উপস্থিত ক্ষমতা কে উচ্চতম স্তর পর্যন্ত পৌঁছনোর আকাঙ্ক্ষা, এই গুলি এমন চাবি যে উৎকৃষ্টতার বন্ধ দরজা খুলে দেয়।

- Confucius 


16) যখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে লক্ষ্য পর্যন্ত পৌঁছনো যাবে না, তখন লক্ষ্য পরিবর্তন না করে, লক্ষ্য প্রাপ্তির জন্য গৃহীত সিদ্ধান্তে পরিবর্তন করুন।

- Confucius 


17) বাস্তবিক শিক্ষা হলো সেইটা যার দ্বারা কোন অজ্ঞতার সীমা কে জানতে পারা যাই।

- Confucius 


18) এটি সবথেকে ভাল কাজ হবে যে অন্ধকার কে অভিশাপ না দিয়ে একটি ছোট দ্বীপ জালান।

- Confucius 


19) বিশ্ব কে ব্যবস্থিত রাখার জন্য, প্রথমে রাষ্ট্র কে ব্যবস্থিত রাখতে হবে, রাষ্ট্র কে ব্যবস্থিত রাখতে হলে পরিবার কে ব্যবস্থিত রাখতে হবে, পরিবার কে ব্যবস্থিত রাখার জন্য ব্যক্তিগত জীবনের পদোন্নতি করতে হবে, আর ব্যক্তিগত জীবনের পদোন্নতির জন্য সর্বপ্রথম নিজের মন কে পরিস্কার রাখতে হবে।

- Confucius 


20) যে নিজের উপর বিজয় প্রাপ্ত করে, সেই হল সবথেকে বড় যোদ্ধা।

- Confucius 


21) ন্যায় আর সত্য হল উচ্চ নৈতিকতার জন্য সবচেয়ে জরুরী।

- Confucius 


22) যদি আপনি এক বছরের পরিকল্পনা করছেন, তাহলে একটি বীজ বপন করুন। পরিকল্পনা যদি দশ বছরের হয় তাহলে বৃক্ষ লাগান। আর যদি পরিকল্পনা একশ বছরের হয় তাহলে শিক্ষক হয়ে যান।

- Confucius 


23) সবচেয়ে বড় দোষ হলো, দোষ হওয়ার সত্বেও তাকে ঠিক না করা।

- Confucius 


24) রত্ন না ঘষলে চমক দেয় না।  ঠিক তেমনি মানুষের ব্যক্তিত্ব বিনা সংঘর্ষে উজ্জ্বল হয় না।

- Confucius 


25) সেই ব্যক্তি, যে শেখে কিন্তু ভাবে না, সে শিখেও হারিয়ে ফেলবে। আর যে ভাবে কিন্তু শেখে না, সে প্রচুর বড় বিপদের মুখে পড়বে।

- Confucius 


26) নিরবতা হলো মানুষের সবথেকে ভালো বন্ধু। যে কখনোই তার রহস্য কে প্রকাশ করে না।

- Confucius 


27) যখন আপনি নিজের মনের মধ্যে উঁকি মারেন আর কোন ভুল দেখতে পান না, তখন আর আপনার চিন্তা বা ভয়ের কোন প্রয়োজন নেই।

- Confucius 


28) যখন আপনি কোন প্রশংসনীয় ব্যক্তি কে দেখবেন তখন তার থেকেও ভালো হওয়ার চেষ্টা করুন। কিন্তু যখন আপনি কোন অপ্রশংসনীয় ব্যক্তি কে দেখবেন তখন নিজের ভিতরে উঁকি মেরে অন্তর্দর্শণ করুন।

- Confucius 


29) প্রতিশোধ - গাড়িতে যদি চেপে থাকেন, তাহলে যাত্রা প্রারম্ভ করার আগে দুটি কবর খুঁড়ে রাখুন।

- Confucius 


30) কেউ যদি কোন ভুল করে আর সেটাকে ঠিক না করে, তাহলে সে আর একটা ভুল করছে।

- Confucius 


31) বাস্তবে আমাদের জীবন খুবই সরল, কিন্তু আমরাই তাকে জটিল করতে লেগে আছি।

- Confucius 


32) এটা জানার সত্বেও যে সঠিক কি, সেটা না করাই হলো সবথেকে বড় ভীরুতা।

- Confucius 


33) মানবজাতি পশুর থেকে সামান্য আলাদা হয়। কিন্তু বহু লোক ঐ 'সামান্য' টি কেউ নিজের ভিতর থেকে বের করে ফেলে দেয়।

- Confucius 



ধন্যবাদ!



                 ---------------------------------------

Related Posts

: