ক্রোধ এর বিষয়ে মহাপুরুষগণের উক্তি
ক্রোধ এমন একটা জিনিস যে মানুষের বাস্তবিক অস্তিত্ব কে ধংস করে দেয়। ক্রোধ কমে যাওয়ার পর অনুতাপ ছাড়া আর কিছুই থাকে না। নিরবতাই হল সর্বোচ্চ নীতি যে ক্রোধ কে পরাস্ত করতে পারে।
আজকের সময়ে ক্রোধ একটা ফ্যাশন হয়ে গেছে। প্রত্যেকেই রাগ দেখানো কে নিজের মর্যাদা ভেবে নিয়েছে। আর তার জন্য মানুষ কে তার পরিণাম ভুগতে হয়। তাই আমাদের সকলকেই ক্রোধের প্রতি সচেতন হওয়া উচিত আর কিভাবে ক্রোধ কে নিয়ন্ত্রণ করা যাই তার প্রতি ধ্যান দেওয়া উচিত। আসুন আজকে আমরা দেখব যে ক্রোধের বিষয়ে মহাপুরুষগন কি বলেছেন।
1) যে মনের বেদনা কে স্পষ্ট রূপে প্রকাশ করতে পারে না, তাহারই ক্রোধ অধিক আসে।
- Rabindra Nath Tegor
2) ক্রোধ কে জিততে নিরবতা সবথেকে অধিক সহায়ক হয়।
- Mahatma Gandhi
3) ক্রোধ করার অর্থ হচ্ছে, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া; যখন ক্রোধ আসবে তখন তার পরিণামের বিষয়ে ভাববে।
- Confucius
4) তুমি তোমার ক্রোধের জন্য দন্ডিত হবে না, তুমি নিজের ক্রোধ দ্বারা দন্ডিত হবে।
- Gautam Buddha
5) তুমি যে একটি গালি মজা করে বা ক্রোধে অপরকে দাও তা থেকে তোমার কবরে একটি বিছা তৈরি হয়।
- Hazrat Ali (r:a:)
6) প্রতিটি মিনিট যখন আপনি ক্রোধিত হন, আপনি আপনার শান্তির সময়ের ষাট সেকেন্ড হারিয়ে ফেলেন।
- Ralph Waldo Emerson
7) অসহিষ্ণুতা আর ক্রোধ হল বুদ্ধির শত্রু।
- Mahatma Gandhi
8) আমি বলছি যে যখন আপনি ঝগড়া করেন তখন আপনি শয়তানের প্রার্থনা করেন।
- Bob Marley
9) সেই দুজনের উপর কখনই ক্রোধ করবেন না, যার আপনি সাহায্য করতে পারেন বা যার করতে পারেন না।
- Plato
10) যে বদলা নেওয়ার ভাবনা রাখে সে আসলে নিজের ক্ষতস্থান কে তাজা রাখে।
- Francis Bacon
11) একজন ক্রোধিত ব্যক্তি নিজের মুখ খুলে দেয় আর চোখ বন্ধ করে নেয়।
- Cato
12) ক্রোধ হল এক প্রকারের পাগলামি।
- Horace
13) ক্রোধ সর্বদাই মূর্খের হৃদয়ে বাসা বাঁধে।
- Albert Einstein
14) ক্রোধ হল সেই হাওয়া যে বুদ্ধির দ্বীপ কে নিভিয়ে দেয়।
- Robert Green Ingersoll
15) যে কেউ ক্রোধিত হতে পারে - এটা সহজ, কিন্তু সঠিক ব্যক্তি দ্বারা সঠিক সীমার মধ্যে সঠিক সময়ে এবং সঠিক উদ্দেশ্যের সাথে সঠিক নিয়মে ক্রোধিত হওয়া সকলের দ্বারা হয় না, আর এটা সহজ না।
- Aristotle
16) ক্রোধের কারণের তুলনামূলক তার পরিণাম কতটা গম্ভীর হয়।
- Marcus Aurelius
17) ক্রোধ কে পুষে রাখা হল গরম কয়লা কে কারো উপর ছোঁড়ার উদ্দেশ্যে ধরে রাখার সমান; এতে আপনি নিজেই জ্বলতে থাকেন।
- Gautam Buddha
18) ক্রোধ কে যদি পরাস্ত না করা যাই, তাহলে সেটা যে কারণে উৎপন্ন হয়েছিল তার অধিক পরিমাণে ক্ষতি করতে পারে।
- Lucius Annaeus Seneca
19) প্রতিবারই যখন আপনি ক্রোধিত হোন, তখন আপনি নিজেই নিজের পদ্ধতিতে বিষ ঢেলে দেন।
- Alfred A. Montapert
20) ক্রোধ মূর্খতা থেকে শুরু হয় আর অনুতাপে শেষ হয়।
- Pythagoras
21) ক্রোধের মধ্যে আমাদের শব্দ এবং প্রক্রিয়া দুটো থেকেই অপবারিত হতে হবে।
- Pythagoras
22) নিজের ক্রোধে বয়ে যাবেন না, এটা সমূদ্রে তুফান আনার সমান।
- Amelia Barr
23) কোন কথায় যখনি আমরা ক্রোধিত হয়ে উঠি, আমরা সত্যের পথ ছেড়ে নিজের জন্য প্রয়াস করতে শুরু করি।
- Gautam Buddha
24) আগুনে আগুন দেওয়া উচিত না, অর্থাত্ ক্রোধিত ব্যক্তি কে অধিক ক্রোধিত করা উচিত না।
- Chanakya
25) মূর্খের ক্রোধ তারই বিনাশ করে।
- Chanakya
26) সভার মধ্যে শত্রুর উপর ক্রোধ করবেন না।
- Chanakya
27) যাহারা পাপ কর্ম করে তাহাদের ক্রোধ আর ভয়ের চিন্তা থাকে না।
- Chanakya
ক্রোধের মধ্যে হয়তো কখনো অশ্রু ঝরে না, কিন্তু অত্যাধিক ক্রোধে প্রায়ই অশ্রু গড়িয়ে পড়ে।
- Divya Prakash Dubey
28) ক্রোধ সর্বদাই অধিক ক্রোধ কে জন্ম দেয়, আর ক্ষমা এবং প্রেম সর্বদা অধিক ক্ষমা আর প্রেম কে জন্ম দেয়।
- Mahavir
29) ক্রোধিত হওয়া কোন খারাপ কথা না। ক্রোধের মধ্যে খারাপ কিছু তখন সৃষ্টি হয় যখন মানুষ বিবেক হারিয়ে ফেলে।
- Orison Swett Marden
30) ক্রোধের সিংহাসনে বসতেই বুদ্ধি সেখান থেকে পালিয়ে যাই।
- Matthew Henry
31) ক্রোধের মধ্যে আমাদের না কিছু বলা উচিত আর না কিছু করা উচিত।
- Pythagoras
32) আপনার মন জ্বলামুখীর মতো। তাতে ক্রোধ ভরে আছে, আপনি নিজের হাতে ফুল ফোটার আশা কি করে করতে পারেন।
- Khalil Gibran
33) যারা ছোট ছোট কথায় ক্রোধিত হয়ে উঠে তারা মৃত মানুষের সমান। আর যারা ক্রোধিত হয় না তাদের মৃত্যুর ও কোন ভয় থাকে না।
- Thiruvalluvar
34) ক্রোধে মানুষ নিজের হৃদয়ের কথা বলার থেকে অপরের হৃদয়ে আঘাত বেশি করে।
- Premchand
35) শীঘ্র ক্রোধ আপনাকে শীঘ্রই মূর্খ প্রমাণ করে দেবে।
- Bruce Lee
36) ক্রোধ কখনোই বিনা তর্কে হয় না, কিন্তু ভালো তর্কের সাথে কখনো হয়তো হয়।
- Indira Gandhi
37) তিক্ততা ক্যান্সার এর মতো হয়, যে রাখে তাকে খেয়ে নেয়। আর ক্রোধ আগুনের মতো হয়, এ সবকিছু জ্বালিয়ে পরিষ্কার করে দেয়।
- Premchand
38) যে ক্রোধির উপর ক্রোধ করে না আর তাকে ক্ষমা করে দেয়, সে নিজেকে এবং তাকে একটা মহাসঙ্কট থেকে রক্ষা করে।
- Veda Vyasa
39) ক্রোধের সময় কিছু বলার আগে এক থেকে দশ পর্যন্ত গোন, আর যদি অধিক ক্রোধ থাকে তাহলে একশ পর্যন্ত।
- Thomas Jefferson
40) চোখের বদলে চোখ সারা পৃথিবী কে অন্ধ বানিয়ে দেবে।
- Mahatma Gandhi
ধন্যবাদ!
-----------------------------------------
-----------------------------------------
: