বিভিন্ন ঋতুর এসএমএসঃ
শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল। গরমের এখনো নুতন রুপ, নদীতে দিতে হবে ডুপ। ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ।
বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে____ বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে? miss you……
ফুলের রানি, রূপের রানি, কোথায় তুমি যাও ? তোমার সাথে সঙ্গী করে আমায় নিয়ে যাও। কি সুন্দর হাসি তোমার, মায়াবীতে ভরা... তোমায় পেলে সত্যি আমি, হব দিশেহারা "শুভ বসন্ত"
ফুল ফুটলো রাশি রাশি,উদাস মনটা বেজাই খুশি।বসন্তের আগমনে,ফুল ফুটেছে সব বাগানে। তাই কোকিল গান করে, মনের টানে।
গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ। সব পাখির মন খারাপ শিতের হল শেষ। নতুন রুপে, নতুন সাঁঝে ণিভাবে মনের আগুন। তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।
এল শীত তোমার ধারে, একা তুমি থেকো নারে। সাথে রেখ শুধু তারে, ভালোবাসো তুমি যাঁরে। এখুনো শুধু তার কাম, জানি আমি তার নাম। সেই তোমার সম্বল, তার নাম কম্বল। ...Happy Winter Season..!!
আমি চলে যাচ্ছি... ৫ মাস আর হয়তো দেখা হবে না... যদি কারে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও ... ... ... ....... ইতি________ তোমাদের প্রিয় গরমকাল...
: