দিনশেষে তোমাকেই ভালবাসি (একটি দারুন প্রেমের কাহানী)

Post a Comment

দিনশেষে তোমাকেই ভালবাসি

একটি দারুন প্রেমের কাহানী

-চলেন কালকে দেখা করি...(আমি)(ফেসবুকে কথা হচ্ছিল)
-কেন?(জেমি)
-আমি কাউকে প্রোপোজ করবো।
-খুব ভাল।তো আমি কি করবো?
-সেই মানুষটি তো আপনি ও হতে পারেন।
-জেগে জেগে স্বপ্ন দেখেন।
-স্বপ্ন এখনো দেখিনি,তবে দেখতে চাই,সীমানাহীন স্বপ্ন।
-স্বপ্ন দেখে লাভ নেই।
-আছে, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়।
-হুম,দেখেন,স্বপ্নটা যেন ভেঙ্গে না যায়!
-ভেঙ্গে যেতে পারে,এমন স্বপ্ন তো দেখছি না।
-তা আপনিই ভাল জানেন।
-আগামীকাল বিকেল ৪টায় কলেজ ক্যামপাসে দেখা হচ্ছে....
-সরি,দেখা হচ্ছে না।
-কেন?
-আমি তো যাব না।
-শোনেন...অামি নীলরংয়ের পাঞ্জাবী পড়ে আসব,আর আপনি সম্ভব হলে নীল শাড়ি পড়ে আসবেন।
-আমি শাড়ি পড়ি না।
-কিন্তু আগামীকাল পড়বেন,কপালে নীল টিপ,চোখে কাজল,হালকা লিপস্টিক,খুব সুন্দর লাগবে আপনাকে...
-সরি,আমি সাজুগুজু করতে পারবো না।আর সেজেই বা লাভ কি?আমি তো আসছি না।
-আমি জানি,আপনি অবশ্যই আসবেন।
-না আমি বিকালে ঘুমায়।
-তাহলে ভোরবেলা দেখা করি?নদীর পাড় বেয়ে, শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে থাকবো।একসাথে সূর্যোদয় দেখব।
-সেটাও সম্ভব না।আমি সকালে বের হই না।
-তাহলে রাতে....!এখন পূর্ণিমা...নদীর পাড়ে বসে রাতের নিরব আকাশ দেখবো।
-না না না....আমি আসব না।আপনি এত কথা বলেন কেন...?বাই...গেলাম।
চলে গেল...জেমি,আমার ফেসবুক ফ্রেন্ড।ফেসবুকেই পরিচয় আবার সৌভাগ্যক্রমে একই কলেজে পড়ি।কিন্তু আমি জেমিকে দেখিনি এখনও আর জেমি ও আমাকে দেখে নি।আমি পিক আপলোড দেয় না তো।
প্রথমে জেমি আমাকে সহ্যই করতে পারত না,ম্যাসেজেই প্রচুর পরিমাণ বিরক্ত করতাম। ব্লক ও খাইছি অনেকবার।
অন্য আইডি দিয়ে,,,বারবার সরি বলে মাপ ও নিছি বারবার বেহায়ার মতো।
যদিও দেখিনি জেমিকে তবুও জেমির প্রতি আমার আগ্রহ কেমন জানি প্রথম থেকেই অনেক বেশি।
যতই বলুক আসবে না,আমি জানি সে আসবেই।
রাতে আমার ঘুম আসছিল না।কখন সকাল হবে...এই ভাবনায় এপাশ-ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম।
৪টার সময় দেখা করার কথা থাকলে ২টার মধ্যেই যথাস্থানে পৌঁছে গেলাম।প্রথম দেখাতে ফাঁকিবাজের নমুনা দেখানো ঠিক হবে না,তাই একটু আগেই গেলাম।
অপেক্ষার প্রহর গুলো যে কত টা দীর্ঘ হয়,সেদিন টের পাইছিলাম।দুপুর গড়িয়ে বিকেল,বিকেল গড়িয়ে সন্ধ্যা।কিন্তু জেমি আসল না।মনটা খুব ভেঙ্গে গেল। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল।
কেন যে জেদ করে,এখানে এসে বসে আছি,নিজেই বুঝতে পারছিলাম না।সন্ধ্যার পর আর অপেক্ষা করলাম না।বাসায় ফিরে আসলাম।
রাত্রিবেলা ঘুমানোর পূর্বে ডাটা অন করতেই টং করে শব্দ হল,জেমির ম্যাসেজ।
-Sorry,Iam very sorry.আপনি নিশ্চয় এসেছিলেন।আমি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম অবশ্য কিন্তু হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ায় যেতে পারলাম না।
-ইট'স ওকে,কোন ব্যাপার না।আপনার বাবার অবস্থা এখন কেমন?
-ভাল,তবে হাসপাতালেই আছে এখনো।আর আমিও এখন হাসপাতালেই।আর কিছুক্ষণ পরে বাসায় যাব।
-ওহ,আচ্ছা।রাতে কিছু খেয়েছেন?
-না,বাসায় গিয়ে খাব।আপনি?
-আমি খেয়েছি।
-আচ্ছা ভাল থাকেন,পরে কথা হবে।
-আচ্ছা,ঠিক আছে।
যাইহোক যেরকমটা ভেবেছিলাম,সেরকম নয়।
কিন্তু সমস্যা হল,সেদিনের পরে থেকে আর তাকে ফেসবুকে পাচ্ছিলাম না।একটু টেনশনও হচ্ছিল।টানা ১৩ দিন পরে ফেসবুকে পেলাম।
-কেমন আছেন?আপনার আব্বু কেমন আছে?
(আমি)
-জ্বি,আমি ভাল আছি।আর আমার আব্বুও ভাল আছে।
-এতদিন ফেসবুকে আসেন নি কেন?
-এমনি আসার প্রয়োজন বোধ করিনি।তাই আসিনি।
-ওহ আচ্ছা।কি করছেন?
-টিভি দেখতেছি,বাই।
-ঠিক আছে,বাই।
সেদিন কেমন জানি,জেমিকে অন্যরকম মনে হল।
শেষ রাতের কিছু আগে, ৪টা হবে হয়তো তখন,ঘুম ভেঙ্গে গেল।ফেসবুকে ঢুকে দেখি,জেমি তখনো অ্যাকটিভ।
বেশ কিছু sms দিলাম।কিন্তু রিপ্লাই তো দূরের কথা।ম্যাসেজ সিনই হল না।আমার খুব খারাপ লাগছিল,সেই সময়টা।
কয়েকদিন পরে দেখি জেমি নিজেই ম্যাসেজ করছে...
-কেমন আছেন,আপনি?
-হুম ভাল,আপনি?
-আমি ও ভাল আছি।আর সেদিনের ব্যাপারটার জন্য আমি সরি।
-কোন ব্যাপারটার জন্য?
-সেদিন ভাল করে কথা বলি নাই,সেজন্য।
-ইট'স ওকে।
-কি করছেন?
-টিভি দেখছি,আপনি?
-আপনি চাইলে আমাকে তুমি বলতে পারেন...
-আচ্ছা।
-তোমার জন্মদিন কবে?
-৩০ নভেম্বর
-তাই?আমার তো ২৮ নভেম্বর।
-এই আমি তোমার থেকে ২ দিনের বড়,আমাকে আপু বলবে কেমন....?
-আচ্ছা,আপু। তোমাকে আপুই বলবো।
-এই না না,আপু বলতে হবে না।আমি মজা করছি,নাম ধরেই ডেকো।
-আচ্ছা,তোমার যা ইচ্ছে...
-কালকে তুমি ফ্রি আছো?
-হুম,ফ্রী।
-কালকে দেখা করা যায় কিন্তু আমিও ফ্রি আছি।
-হুম যায়,যদি তুমি আসো।
-এবার অবশ্যই আসবো।কোথায় আসব বল...
-বাইপাস ব্রিজে এসো...
-সকালে আসব কেমন?নদীর পাড়ে হাঁটাহাঁটি করবো,কেমন?
-আচ্ছা,,,আগে তুমি এসো।
-আচ্ছা, বাই।
-বাই।
জানিনা,এবারে আসবে কিনা।যেতে ইচ্ছে হচ্ছিল না।তবু মন যেন মানতেই চাইলো না।
রিকশা পাইনাই,তাই হেঁটে যেতে হইছিল।একটু মনে লেটই হইছিল।রাস্তায় এখনো গাড়ি চলাচল শুরু হয় নি।
দূর থেকে দেখতে পাচ্ছিলাম ব্রীজে নীল শাড়িতে কেউ দাড়িয়ে আছে...বাতাসে শাড়ির আঁচল উড়তেছিল।
কাছে যতই যাচ্ছিলাম ততই অবাক হলাম।সবচেয়ে অবাক হলাম যখন আমার দিকে তাকাল।
নীলা???.... যার সাথে ৬ মাস আগে ২ বছরের প্রেম ইন্নালিল্লাহ হইছিল।নীলা এখানে কেন?
জেমি কই?
কথা বলবো না ভাবলাম।কিন্তু নীলা কিছুক্ষণ পরে নিজে থেকেই কথা বলল।
-কেমন আছো?(নীলা)
-ভাল...তুমি?
-আমি ও।এখানে এত সকালে কি জন্য?
-একজনের আসার কথা।আর তুমি?
-আমি ও একজনের জন্য অপেক্ষা করছি ।
-ওহ আচ্ছা। বেশ ভাল।
তারপর আর কোন কথা হল না।ব্রীজের দুইদিকে দুজন দাঁড়িয়ে অাছি প্রায় ১ ঘন্টা ধরে।কিন্তু আমার জেমি আসতেছে না।আর নীলা যার জন্য অপেক্ষা করতেছে,সে ও আসতেছে না।
ভাবতেছি,,,নীলায় জেমি নয় তো!যাইহোক জিজ্ঞাসা করে নেয়াই ভাল।
তাই নীলার কাছে গিয়ে পরীক্ষা করার জন্য
জেমি বলে ডাক দিলাম।
আর নীলা সঙ্গে সঙ্গে আমার দিকে তাকাল।
-তুমি আমাকে জেমি নামে ডাকলে কেন?
-আমার মনে হয়েছিল তোমার নাম জেমি ও হবে তাই।
-দাড়াও,দাড়াও, অামাকে ভাবতে দাও....আচ্ছা তুমিই কি তৌসিফ সেজে আমার সাথে এতদিন....?
-হুম আমিই তৌসিফ আর আমিই রাজু।
-তুমি তোমার পরিচয় লুকিয়েছিলে কেন?
-তুমি লুকিয়েছিলে কেন?
-এমনি।কিন্তু আবার তুমি আমার জীবনে?সম্ভব না।
আমি ততক্ষণে ওর অনেক কাছে চলে গিয়েছিলাম।
আর কাছে গিয়েই জড়িয়ে ধরলাম।কানে কানে বললাম।
-সরি,সরি,সরি।আর কখনো ভুল হবে না।মাফ করে দাও।
নীলা চুপ হয়ে অাছে....নীলা মাফ করেছে বুঝতে পারলাম, কিছু সময় পর যখন নীলার দুই হাত আমার পিঠে পড়ল।
আমি নীলাকা শক্ত করে জড়িয়ে ধরলাম।আর বললাম ভালবাসি তোমাকে।
নীলা আমার গালে একটা চুমো এঁকে দিয়ে দিল দৌড়...আর আমি ওর পিছন পিছন দিলাম দৌড়।আবারো শুরু হল পুরনো ভালবাসার সেই খুনসুটি।



ভালোলাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন...কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...



Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3

Related Posts

: