হাসির sms চাই হাঁসির sms ভালোবাসার হাসির sms মজার sms

Post a Comment
হাসির এসএমএস



(১) ডাক্তারঃ আপনার ওজন দু-কিলো কমে গেছে কেন ?
মহিলাঃ ও..আজ মেক আপ করিনি তো তাই !

(২) একটা ভিক্ষুক ভিক্ষা করে ৫০ টাকা আয় করেই চলে গেল 5 star হোটেলে। খাওয়া দাওয়ার পর বিল হল ৪৫১০ টাকা। ফকিরের কাছে অত টাকা না থাকায় ম্যানেজার তাকে পুলিশে দিল।


ফকির পুলিশকে ৫০ টাকা ঘুষ দিয়ে বের হয়ে আসল।

(৩) কপাল আর লুঙ্গীর মধ্যে মিল কোথায়?
দুটোই যেকোনো সময় খুলে যেতে পারে !
কপাল খুললে পৌষ মাস,
আর লুঙ্গী খুললে সর্বনাশ।

(৪) ক্লাসে স্যার ছাত্র ছাত্রীদের বললঃ "একটা গান করোতো"
ছাত্রছাত্রীঃ ok স্যার ।
ছাত্রীঃ আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব ।
ছাত্রঃ তোরে আমি বিয়া করবো, কি করবে তোর বাপ ??
স্যারঃ It's 100% Love.. Love.. Love.

(৫) মেয়ে:-তুমি একটা বদ ।
ছেলে:-তুমি কি ভালো ?
মেয়ে:-হ্যাঁ, আমি ভালো ।
ছেলে:-তার মানে তুমি বদ না?
মেয়ে:-হ্যাঁ, আমি বদ না ।
ছেলে:-RFL বদনা ?
মেয়ে:-না, মানে আমি বদ না ।
ছেলে:- সেটাই তো বললাম তুমি RFLবদনা।

(৬) নায়িকা ও বেশ্যার মধ্যে পার্থক্য কোথায়? বেশ্যারা যা করে গোপনে আর নায়িকারা যা করে ওপেনে।

(৭) কাছের পথ দুরের লাগে,, যদি সাথে কেউনা থাকে। দুরের পথ অনেক কাছের লাগে, যদি পিছনে একটা পাগলা কুত্তা থাকে ।

Related Posts

There is no other posts in this category.

: