গল্প:- আমার বউ সব জানে
এই মুহূর্তে আমি মুখ হাসি হাসি করে ভারতীয় একটা চ্যানেলের সামনে বসে আছি।মুখে হাসি থাকলেও অন্তর পুড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কেননা আমার পাশে আমার নয়া (নতুন) বউ তন্বী বসে আছে। আমি ভাল করেই জানি এই সিরিয়ালের বিরুদ্ধে কিছু বলতে গেলে রাতের রান্না হবে না সবাইকে না খেয়ে থাকতে হবে আর বউয়ের রাগ ভাঙ্গাতে তাঁকে চাইনিজে নিয়ে যেতে হবে। আর দুর্যোগের অবস্থা আর একটু খারাপ হলে শিলা বৃষ্টি মানে হাঁড়ি-পাতিল বৃষ্টি ও হতে পারে সাথে কান্না ফ্রি।
.আমার এখন সেই বিখ্যাত বানীটা খুব মনে পরছে “ জীবনে যদি বড় কিছু করতে চাও তাহলে বিয়ের আগেই কর কারণ বিয়ের পরে টিভি এর চ্যানেলও বদলাতে পারবে না” খুবই খাঁটি কথা বলছে সেই মহান ব্যাক্তি আর এই কথাটাও মনে হয় মহান ব্যাক্তি তার বিয়ের আগেই বলছিল কারণ এত খাঁটি কথা বিয়ের পরে কোন ছেলে বলার সাহস করবে বলে মনে হয় না।
.
সিরিয়াল শেষ বউ রান্না করতে গেছে। আমি এই ফাকে একটু অনলাইন মার্কেটে ঢুকলাম ইচ্ছা ঘরের পুরাতন জ্ঞানকোষ বই গুলো বিক্রি করে দিব ঐ বই গুলো রেখে লাভ কি? অন্য মেয়েদের মত আমার বউ ও সব জানে। যদি কিছু জানার দরকার পরে তাহলে বউয়ের কাছ থেকে জেনে নিব তাই আর জ্ঞান কোষ ঘরে রেখে কোন লাভ নেই।শশুর সাহেব এইটা কি পয়দা করছে কে জানে জ্ঞানের ভাণ্ডার নাকি অন্য কিছু?? এমন কোন বিষয় নাই যে আমার বউ জানে না। এমন জ্ঞানের ভাণ্ডারের কাছে তো আমার জ্ঞানকোষ বই নস্যি।
.
অথচ এই বিয়ে করার জন্য কত কিনা করেছি আমি।গভির রাতে খাট কেটে ফেলতে নিয়েছি আমি।সেই খাট কাটার শব্দে পাশের রুম থেকে আব্বা-আম্মা এসে বলছে বাবা তোমার কি হয়েছে খাট কাট কেন। আমি দরাজ গলায় বলেছি বাবা আমি সিঙ্গেল মানুষ ডাবল খাট দিয়ে কি করব?আমার বাবা আমার থেকেও দরাজ গলায় বলেছে বাবা ঠিকি বলছ তুমি একা মানুষ এত বড় খাট দিয়ে কি করবে? খাটের সঠিক ব্যাবহার হচ্ছে না। তাই আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম তোমার খাটের যাতে সঠিক ব্যাবহার হয় সেই জন্য.....
.
এই পর্যন্ত বলার পরে আমার বুকের ভিতর লাফালাফি শুরু করল।আমি মনে করলাম আমার বুদ্ধি বুঝি কাজে লেগেছে বিয়ের কথা বলবে আমার আব্বা জানে কিন্তু না আমার নো বলে ছক্কা মেরে বাবা বলল এখন থেকে দোকানের কাজের ছেলেটা তোমার সাথে ঘুমাবে। তাহলেই তোমার খাটের সঠিক ব্যাবহার নিশ্চিত হবে। আমার আম্মা ঘরের প্রধানমন্ত্রী মুচকি হেসে রাষ্ট্রপ্রতির মানে আমার আব্বা জানের সিদ্ধান্তে পূর্ণ সম্মতি জানাল।
.
আর সেই বউ আমার সাথে এমন করে!!!জ্ঞানী ব্যাক্তিরা তাই তো বলে যুদ্ধ থেকে বিয়ে অনেক বেশী ভয়ানক কারণ যুদ্ধে শত্রুর ক্যাম্প থাকে আলাদা আর বিয়েতে শত্রুর সাথে একই ক্যাম্পে বাস করতে হয়।যার ফলাফল আমি ভাল করেই পাচ্ছি । আগে আব্বা-আম্মা ফজরের নামাজের সময় আমাকে ঘুম উঠাতে পারত না। দরজা বাইরে থেকে টোকাটুকি করে চলে যেত। আর এখন আজানের সাথে সাথে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বউ (যদিও আগে ভাল মত আদর করে বলে কাজ না হলে ধাক্কা)।
.
ক্রিকেটাররা তো সাধারণত নো বলে অথবা ফ্রি হিটে ছক্কা মারে আর আমার বউ নো বলেও মারে ফ্রি হিটেও মারে। এক দিন আমি বউকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে খেতে গেলাম।সেখানে গিয়ে আমার বউ মাছের অর্ডার করল।মাছ তো আর চামিচ দিয়ে খাওয়া যায় না।তাই বউ হাত দিয়ে খেতে শুরু করল আমিও পেলাম একটা সুযোগ দিলাম ঝোপ বুঝে কোপ।বউকে বলেই বসলাম “জান গো এইটা কি কর এত বড় একটা রেস্টুরেন্টে এসে হাত দিয়া খেলে মানুষ কি ভাববে আনস্মার্ট ক্ষেত মনে করবে চামিচ দিয়ে খাও”।
.
কথাটা বলে মনে মনে খুব একটা তৃপ্তি পেলাম আমি কারণ এত দিন পরে বউকে ২টা মোক্ষম কথা শুনাতে পারলাম।আমি তো আগেই বলেছিলাম আমার বউ সব জানে তাই আমার বউ আমাকে বলল কি জানেন বলে “তুমি যেই চামিচ দিয়ে খাচ্ছ সেই চামিচ এর আগে কত জন মুখে দিছে সেই হিসেব আছে? আর ওরা কি চামিচ ভাল করে পরিষ্কার করে”? সে দিন আর চামিচ দিয়ে খেতে পারে নাই সে দিন কেন এর পরে কোথাও গেলে আর চামিচ দিয়ে খেতে পারি না। আমার বউয়ের দেওয়া সেই দিনের অমূল্য বানী চামিচ হাতে নিলেই মনে পরে। ঝোপ বুঝে কোপ দিছিলাম ঠিকি কিন্তু সেই ঝোপে যে আমারি মাথা ছিল সেটা আর জানতাম না।
.
কিছু দিন আগে এক ফ্রেন্ডের সাথে দেখা ফ্রেন্ড বলল দোস্ত *** এত টাকা ধারদে। আমি বলি এত টাকা দিয়ে কি করবি? বলে বিয়া করতে মনে চায়। বললাম বিষের দাম কি এতই বাড়ছে নাকি? ও বলে বিষ দিয়া কি করব বিষের কথা বলি নাই বলছি বিয়ার কথা। আমি বললাম আরে ব্যাটা বিষ বিয়া সবই এক বিষ খাইলে ডাক্তাররা তোরে ওয়াস করব একবার আর বিয়া করলে বউ করব প্রতিদিন। বন্ধুটারে এত করে বুঝাইলাম কাজ হল না ও মরবেই অহ সরি বিয়ে করবেই। কর না করছে কে?কথায় আছে পুরুষ মানুষ ২ প্রকার জীবিত ও বিবাহিত।
.
ঐ দিন অফিসের এক কলিগ মিষ্টি নিয়া আসছে বলে
.
-- নেন ভাই মিষ্টি খান।
-- কিসের মিষ্টি?
-- ভাই পালাইয়া বিয়ে করে ফেলছি তো কাউকে দাওয়াত দিতে পারি নাই তাই সবাইকে একটু মিষ্টি মুখ করাইলাম।
-- ও লাভ মেরেজ?
-- হ্যাঁ ভাই লাভ মেরেজ।
-- আসলে লাভ মেরেজ করা উচিৎ না এতে করে ফ্যামিলির লোক বিয়ের আনন্দ থেকে বঞ্চিত হয়।
-- ভাই লাভ মেরেজ আর এরেঞ্জ মেরেজের পার্থক্য কি জানেন?
-- কি?
-- লাভ মেরেজ হল চুপচাপ নিজের GF কে বিয়ে করা আর এরেঞ্জ মেরেজ হল ধুমধাম করে অন্যের GF কে বিয়ে করা।
.
আমি আর ২য় কোন কথা বারাই নাই চুপচাপ ওয়াস রুমে চলে গেছি হাত ধুতে। মাথায় একটাই চিন্তা আল্লাহই ভাল জানে কার GF রে বিয়ে করছি? তবে মনে একটাই সান্তনা আমি জীবনে কোন মেয়ের সাথে প্রেম করি নাই তাই আমার স্ত্রীর ও বিয়ের আগে কার সাথে সম্পর্ক থাকবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন “ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে” (সূরা আন্-নূর আয়াত ৩)
.
বার বার আমার ছোট মামা আমারে বিয়ে করতে না করছিল তার পরেও করে ফেলছি এখন বুঝি ঠ্যালা। বিয়ে হল পাবলিক টয়লেটের মত যে ভিতরে থাকে সে বাহিরে আসতে চায় আর যে বাহিরে থাকে সে ভিতরে যেতে চায়। যে একবার ভিতরে ঢুকে সে আর বের হতে পারে না আফসুস এক বুক আফসুস।
.
বিয়ের আগে বন্ধুরা বলছে বাসর রাতে নাকি বিলাই মারতে হয় তাইলে সারাজীবন নাকি বউ কন্ট্রলে থাকে।বাসর রাতের দিন বিলাই অনেক খুজছি পাই নাই পরে আর কি করব বিলাই পাইনাই তো কি হইছে রুমের ভিতরে বহুত মশা আছে সেই গুলাই মাইরা বউরে শিক্ষা দিমু। অনেক প্ল্যান প্রোগ্রাম করে কয়েকটা ডায়লগ মুখাস্ত করে ঢুকলাম।
.
বাসর ঘরের দরজা লাগাইয়া দিয়া পাক্কা আধা ঘণ্টা দাঁড়াইয়া ছিলা।মনে মনে আশা ছিল বউ আসবে আমারে ছালাম করতে যাবে তখন আমি তারে বলব তোমার স্থান আমার পায়ে নয় বুকে। কিসের কি আধা ঘণ্টা পরে আমার মহা জ্ঞানী বউ কয় এই রকম কারেন্ট ছাড়া খাম্বার মত দাঁড়াইয়া আছেন কেন? যান অজু করে আসেন নফল নামাজ পড়ব। বাসর রাতে বিলাই মারব কি নিজেই বিলাই হয়ে গেছিলাম ভাগ্য ভাল উল্টা আমার উপরে মাইর পরে নাই।
.
সর্ব শেষ আমার বউয়ের কুদৃষ্টি পরছে আমার কলিজার টুকরা জানের যান আমার কম্পিউটারের উপরে। বলে কিনা আমি যত পাপ কাজ করি তার অর্ধেক নাকি এই কম্পিউটারের দ্বারা। আমার আম্মা এই কম্পিউটারের নাম দিছিল শয়তানের বাক্স আর আমার বউ নাম দিছে নাপিতের বাক্স।আম্মা এত দিন একা ছিল তাই আমার জানের গায়ে হাত লাগাইতে পারে নাই কিন্তু এখন সাথে আমার বউ যুক্ত হইছে এইবার মনে হয় আর আমারে জানের কম্পিউটার টারে আর বাচাতে পারব না।
.
এই দুর্দিনে আমার সেই পুরন সঙ্গির কথা খুব মনে পরছে সে হল আমার কোলবালিশ। বিয়ের আগে যত রোমান্স সব করতাম ঐ কোলবালিশের সাথে বউ আশার পরে তারে ছুটি দিয়ে দিছি। আফসুস দাত থাকতে দাতের মর্ম বুঝলাম না। আগে কোলবালিশ জড়াইয়া ধরে মনে মনে কল্পনা করতাম ইস কোলবালিশটা যদি বউ হত!! আর এখন বউয়ের কটকটানি শুনে মনে মনে ভাবি ইস বউটা যদি কোলবালিশ হত।
.
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া মরে গিয়ে বেঁচে গেছে আজকের এই ডিজিটাল যুগে সে বেঁচে থাকলে নারী জাগরণের বদলে পুরুষ জাগরণের জন্য তার লিখতে হত।সেই যুগে নারী কে পর্দা-প্রথা থেকে বের করার জন্য সে লিখে গেছেন আর আজকের যুগে তাঁকে নারীকে পর্দা-প্রথার অন্তর্ভুক্ত করার জন্য লিখতে হত। তার প্রবন্ধের একটা লাইন ছিল এই রকম।
.
“ স্বামী যখন কল্পনা-সাহায্যে সুদূর আকাশে গ্রহ-নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমন্ডলের ঘনফল তুলাদন্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাল-ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন”
.
বর্তমান যুগে থাকলে মনে হয় এই ভাবে লিখত.......
.
“স্ত্রী যখন কল্পনার সাহায্যে সুদূর ভারতীয় চ্যানেলের নায়িকাদের সাথে নিজেকে তুলনা করেন, নিজের শাড়ি , গহনা, ড্রেসের কালার আর দাম নির্ণয় করেন , স্বামী বেচারা তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাল-ডাল ওজন করে তরকারীর লবণের পরিমাণ ঠিক করেন”
.
মাঝে মাঝে মনে হয় বউকে ইচ্ছা মত ঝারি মারব কিন্তু পারি না আমার দিলটা তো আবার অনেক নরম তাই।তবে মাঝে মাঝে বউ যখন মাঝ রাতে আমাকে ঘুম থেকে তুলে হাতে এক মগ গরম কফি ধরিয়ে দিয়ে বলে এই বারান্দায় চল না আজকে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। তুমি আর আমি জ্যোৎস্নায় বসে থাকব আর কফি কিন্তু সবটা খাবে না লাস্টে আমার জন্য কিছুটা রাখবা।
.
আবার অফিসে যাওয়ার সময় কোন কিছু খুজে পাই না তখনি ডাক দেই ও ময়নার/গেঁদার মা ঐ জিনিষটা কই গো। সাথে সাথে বউ খুজে এনে দিবে নয়ত বলে দিবে কই আছে কারণ
.
......“আমার বউ সব জানে” ......
ভালো লাগলে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করবেন..এখানে নিয়মিত ভালোবাসার গল্প ও অন্যান্য গল্প পোষ্ট করা হয়.. আপনাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন...আপনাদের মতামতের আশায় থাকবো...
Key Words:
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3, বাংলা ভূতের গল্প, ভুত, ভয়ানক ভূতের গল্প ২০১৮, bangla vuter গল্প, ২০১৯ এর ভালোবাসার গল্প, 2019 love story, 2019 best love story, valobasar golp 2019
bangla love story, love story, bangla, facebook love story, love, valobashar romantic premer golpo bangla, romantic valobashar golpo, valobashar koster golpo bangla, bangla, valobashar golpo, valobashar golpo sms, bangla sad valobashar golpo, romantic love story in bengali, valobashar golpo kotha, ভালোবাসার গল্প 2018, ভালোবাসার গল্প কাহিনী, ভালোবাসার গল্প ছবি, ভালোবাসার গল্প 2017, ভালোবাসার গল্প পরতে চাই, ভালোবাসার গল্প সিনেমা, ভালোবাসার গল্প ও কবিতা, ভালোবাসার গল্প পড়তে চাই, bangla love story book, bangla love story facebook, bangla love story kobita, bangla sad love story pdf, bengali love story golpo mp3, bangla love story video, bengali love story poem, bangla love story mp3, বাংলা ভূতের গল্প, ভুত, ভয়ানক ভূতের গল্প ২০১৮, bangla vuter গল্প, ২০১৯ এর ভালোবাসার গল্প, 2019 love story, 2019 best love story, valobasar golp 2019
জীবনের গল্প টি আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ।
ReplyDelete