আল্লাহই যথেষ্ট, ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্বের দায়িত্ব নিয়ে ইসলামিক হাদিস

Post a Comment
আল্লাহই যথেষ্ট, ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্বের দায়িত্ব নিয়ে ইসলামিক হাদিস


৭২.মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। [ আবু দাউদ ]

৭৩ . যে আল্লাহর উপর ভরসা করে , তার জন্যে আল্লাহই যথেষ্ট। [ ইবনে মাজাহ ]

৭৪ . জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী।[ তিরমিযী ]

৭৫. জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়।[ দারেমী ]

৭৬. সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। (দারমী)

৭৭. প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল (কাজ) করে তার জন্যে নয়।(তাবরানী)


ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্বের দায়িত্ব


৭৮. মুমিন মুনিনের ভাই । [ মিশকাত ]

৭৯. মুসলমান মুসলমানের ভাই । [ সহীহ বুখারী ]

৮০. মুমিন মুমিনের আয়না । [ মিশকাত ]

৮৭. মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি যুলম করেনা এবং তাকে অপমানিতও করেনা। [ সহীহ মুসলিম ]

৮১. মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথুনির মতে মজবুত সম্পর্ক রাখে।[ সহীহ বুখারী ]

৮২ . মুমিন ছাড়া অন্যকে সাথী বন্ধু বানাবেনা। [ মিশকাত ]


Related Posts

There is no other posts in this category.

: