সৌম্য সরকার নাদ্রিতার প্রেমের গল্প | Soumya Sarkar And Nadrita Love Story

Post a Comment

সৌম্য সরকার নাদ্রিতার প্রেমের গল্পঃ


প্রথম দেখায় এই নাদ্রিতা নামের মেয়ের প্রেমে পড়ে যান ক্রিকেটার সৌম্য সরকার। 

তারপর কি ভাবে যে ভালোবেসে ফেলেছেন একে অন্য কে নিজে রা ও জানেন না।
তাদের ভালোবাসার কাছে ধর্ম টা অনেক বড় সমস্যা করতে পারেনি, কারণ নাদ্রিতা মুসলিম মেয়ে। 
সৌম্য সরকার তার কাছের এক ব্যাক্তিকে বলেছেন যে আমাদের ধর্ম আলাদা কিন্তুু দেশ তো না।  তিনি বলছেন শোয়েব মালিক যদি পাকিস্থানি হয়ে সানিয়া মির্জা কে বিয়ে করতে পারেন,তিনি কেন পারবেন না তিনি আরো বলেন যে তিনি ভালোবেসেছেন কোন পাপ করেনি যে তাকে এবং তার ভালোবাসার মানুষ কে শুলে চড়ানো হবে। 
তারা শুধু একে অন্যকে ভালোবেসেছেন এক সঙ্গে থাকতে চান সারা জীবন এটা কোন  অন্যায়  না বলে মনে করেন.‌.. তিনি বলেন যে পাকিস্থানি ক্রিকেটার হাসান আলী তো বিয়ে করতে যাচ্ছেন  ভারতীয় ও  সাধারণ ঘরের মেয়েকে।
 তাছাড়া অনেকেই করছে ....তিনি বিয়ে করলে তো কোন  সমস্যা  হবার কথা না।

সৌম্য সরকার হাসতে হাসতে বলেছেন অার অামাদের দেশ তো আর আলাদা না যে খুব কষ্ট হবে।তাদের বয়সের পার্থক্য আছে,তারপর ও তাদের মনের মিল অনেক।
 সৌম্য সরকার বলেন যে আমি কিছু না বললেও ঠিক ও আমার কথা বুঝে যাই  ,, এদিকে নাদ্রিতা ইন্টার ১বর্ষের ছাত্রী।সৌম্য সরকার বলেছেন নাদ্রিতা সোশ্যাল এপ্যাস লাভার ,অার তাই ফেজবুক ইন্টারগ্রাম ও অনেক এক্টিভ থাকেন। তার সাথে থাকতে গিয়ে আমিও সোশ্যাল এপ্যাস লাভার হয়েগেছি সৌম্য সরকার কাছে ব্যক্তি অারও বলেছেন যে সৌম্য ওই মেয়ে কে অনেক ভালোবাসেন। 
তিনি সারাজীবন থাকতে চান একসাথে। 

আর নাদ্রিতাকে নিয়ে সৌম্য সরকারের উদিগ্নের কমতি নেই,প্রিয় মানুষটি ফোন রিসিভ না করলে কিংবা ফোন রিসিভ করতে দেরি হলে অনেক টেনশন শুরু হয়ে যায়। 

তিনি প্রথম বাংলাদেশি হিন্দু  ক্রিকেটার হয়ে কোন মুসলিম মেয়ে কে বিয়ে করে ইতিহাস গড়তে যাচ্ছেন!

Related Posts

: