বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস ১৪২৭ ১লা বৈশাখের শুভেচ্ছা কার্ড কাবিতা
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।।
** শুভ পহেলা বৈশাখ-১৪২৭ **
বাউল গানের স্যন্ধা তালে
নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে_সুরে
রাঙ্গা মাটির পথটি জুড়ে।।
** শুভ নববর্ষ ১৪২৭ **
আম পাতা জোড়া_জোড়া,
নতুন সব দিচ্ছে সাড়া ,
ভাল থেকো, সুখে থেকো,
আর আমার কথাটি মনে রেখ।।
** শুভ নববর্ষ **
মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের
আনন্দ হোক অফুরন্ত!!
*-* শুভনববর্ষ *-*
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান,
এসো হে বৈশাখ এসো-এসো !!
*-* শুভ নববর্ষ *-*
পানতা ইলিশ আর ভরতা বাজি
বাঙ্গালীর প্রাণ
নতুন বছর সবাই গাইবো
বৈশাখের গান ।
এসো হে বৈশাখ এসো_এসো !
*শুভ পহেলা বৈশাখ-১৪২৭ *
নতুন পোশাক নতুন সাঁজ
নতুন বছর শুরু আজ
মিষ্টি মন মিষ্টি হাঁসি,
শুভেচ্ছা জানাইরাশি রাশি ।।
** শুভ নববর্ষ **
নতুন বছর এমনি করেই
আসুক ফিরে-ফিরে,
আনন্দ আর খুশি যত
মাতুক তোমায় ঘিরে,
পুরাতন বছরের ভুল গুলোকে
বলছি আজ Sorry,
নতুন বছর ভালো কাটুক
এই কামনা করি
*-* শুভ নববর্ষ *-*
বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে
একটি বছর পেড়িয়ে গেল হওয়ার সাথে ভেসে,
নতুন বছর এসেছে তাকে যত্ন করে রাখ
স্বপ্ন গুলো সঙ্গী করে খুব ভালো থেকো।
*- শুভ নববর্ষ -*
১টি নতুন সকাল
কিছু সুন্দর স্বপ্ন,
এক মুঠো সাদা মেঘ
কিছু বৃস্টির অনুভুতি,
আর কিছু স্বপ্ননিল সৃস্টি
এই নিয়ে শুরু হোক আগামীর দিন।
** শুভ নববর্ষ **
দিনগুলি যেমনই হোক ঠিকই যায় কেটে
তবুও বলো কি লাভ, পুরনো সৃতি ঘেটে,
এ বছর পূর্ণ হোক তোমার সকল আশা
নববর্ষের তোমার জন্য এটাই আমার প্রত্যাশা!
** শুভ নববর্ষ **
আমি এমন এক Uncommon জিনিষ
যার SMS গুলাও Uncommon.
যার SMS এর জন্য তুমি অপেক্ষা করো
যার SMS গুলো পুরানো কে ভুলায়,
যার SMS নতুনকে বরন করতে শেখায়
আমি কে যেন? আমি নতুন বছর
** শুভ পহেলা বৈশাখ **
বাউল গানের স্যন্ধা তালে
নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে-সুরে
রাঙা মাটির পথটি জুড়ে !!
*-* শুভ নববর্ষ *-*
নতুন বছরের নতুন আলো
নতুন আশার প্রদীপ জ্বালো,
নতুন সুরে নতুন গানে
নতুন করে এগিয়ে চলো !
** শুভ নববর্ষ **
: