দারুন একটি বিয়ের মজার গল্প || বাংলা নতুন বিয়ের গল্প 2021 || Bengali New Married Story 2021||

Post a Comment

             গল্পের নাম:দারুন একটি বিয়ের মজার গল্প

 রানু আর আমার বিয়ে হয়েছে দু'বছরের মত হল। সুখ-দঃখ নিয়েই

আমাদের ছোট্ট একটা সংসার। আমাদের মধ্যে যেমন

ভালোবাসা রয়েছে তেমনি ঝগড়া-ঝাটিও রয়েছে। তবে ঝগড়া-

টগড়া হলে সেটি ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি।

এইতো কিছুদিন আগে আমাদের মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে

ঝগড়া বেধে গেল। বিষয়টি হল- 'বাটারফ্লাই মানে প্রজাপতি নাকি

মৌমাছি'।

আমি বললাম বাটারফ্লাই মানে মৌমাছি। রানু তো মানতে নারাজ। সে

বলল, বাটারফ্লাই মানে প্রজাপতি। ফোনের ডিকশনারি ডিলেট

হওয়ার কারণে সেখানেও দেখতে পারছি না। আবার অন্য কারর কাছ

থেকে শুনব সেটি আত্নসম্মানে বাধছে। প্রচণ্ড একটা বিপদে

পড়ে গেলাম।

কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বললাম, কোনো কিছু সঠিকভাবে

না জেনে তর্ক করতে নেই।

রানু বলল, তুমি কি সঠিকভাবে জেনেই তর্ক করছ?

- অবশ্যই, আমার ইংরেজি সম্পর্কে তোমার কোনো ধারণাই

নেই। আমি যখন টিউশনি করাতাম তখন ইংরেজিই পড়াতাম। এর জন্য

আমার প্রশংসাও ছিল খুব।

- সে আমি বুঝতে পারছি।

সকালে ঘুম থেকে উঠে শুনি পাশের ফ্লাটের শফিক ভাইয়ের

মেয়ে বই পড়ছে- A-তে এ্যাপেল, এ্যাপেল মানে আপেল।

B-তে বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি। আমি তো অবাক এ

মেয়েও ভুল পড়ছে কেন? তার বাসায় কি ইংরেজি জানে এমন

কেউ নেই!? সামান্ন বাটারফ্লাই মানে যে মৌমাছি এটিও কি শফিক ভাই

শেখাতে পারেন না? শেখাবেন কি করে? তার সময়টা কই? সারা

সময় ব্যবসা আর ব্যবসা। সে আসলে বোঝে না যে সন্তানের

সাথে সময় ব্যয় করা কতটা গুরুত্বপূর্ণ। কারণ ছেলে-মেয়ে

মানুষের মত মানুষ করতে না পারলে এসব ব্যবসা, অর্থ-সম্পদ

দিয়ে কি লাভ! যাই-হোক সৃষ্টিকর্তা শফিক ভাইকে সঠিক বুদ্ধি দিক

এই কামনা করি।

আজমল সাহেব একজন মুদি দোকানদার। আমার সাথে ভালো

সম্পর্ক।

আজমল মিয়া আমাকে তার দোকানের দিকে আসতে দেখেই

হেসে বললেন, কি লাগবে রুবাইত ভাই?

আমিও হেসে বললাম, আপনার ভাবি বললো ঘরে ডিম শেষ হয়ে

গেছে, কিছু ডিম আনতে। তাই আপনার এখানে চলে এলাম। যদিও

রানু ডিমের কথা বলেছে অন্যভাবে। সে বলেছে পারো

তো কিছু ডিম নিয়ে এসো ( বিকৃত করে)!

আজমল মিয়ার দোকান থেকে বের হয়ে দেখি তার পাশের

রেস্টুরেন্টের নাম 'বাটারফ্লাই'। আমি অনেক দিন ধরে আজমল

মিয়ার দোকানে আসা-যাওয়া করি তবে তার দোকানের পাশের

রেস্টুরেন্টের নাম যে 'বাটারফ্লাই' সেটি দেখা হয়ে ওঠেনি।

অবাক করা বিষয় হল- রেস্টুরেন্টের প্রতিটি দেয়ালে প্রজাপতির

ছবি। নিজেকে বোঝালাম- একটি রেস্টুরেন্টে প্রজাপতির ছবি

থাকতেই পারে তার সাথে বাটারফ্লাই-এর সম্পর্ক কি?

রাতে রানু আর আমি ভাত খাচ্ছি। অন্যদিন খাওয়ার সময় সে বিভিন্ন

ধরণের কথা বলে। আজ কিছুই বলছে না। মুখে একটা রাগ রাগ ভাব।

আমি বললাম, সে সময়ের তর্কের জন্য আমি দুঃখিত আর তুমি যে

না জেনে আমার সাথে তর্ক করেছ এতে আমি কিছু মনে করিনি।

\তবে তোমার নিরাবতা দ্বারা আমি বুঝতে পারছি যে তুমি তোমার

ভুল (বাটারফ্লাই-এর বিষয়) বুঝতে পেরেছ।

রানু কোনো কথা না বলে ঘুমাতে চলে গেল। আমি ডাইনিং

থেকে বেডরুমে ঢুকব তখনই রানু আমার হাতে একটি বাচ্চাদের

বই ধরিয়ে দিল। সেখানে লেখা আছে, B মানে বাটারফ্লাই,

বাটারফ্লাই মানে প্রজাপতি। তারপর মোবাইলের ডিকশনারি বের

করে বাটারফ্লাই মানে পজাপতি সেটাও দেখাল।

তারপর রানু হাসতে হাসতে আমার কাছ থেকে বাচ্চাদের বইটি

নিয়ে বলল, বাটারফ্লাই মানে মৌমাছি, তাই-না!?

আমি অন্যদিকে তাকিয়ে বললাম, মানুষের বুঝি ভুল হয় না!

--বাটারফ্লাই মানে মৌমাছি

--রুবাইত রাব্বী

Related Posts

: