স্বাধীন ইচ্ছার অপব্যবহার

Post a Comment

ভাইয়া আপনাকে কিছু প্রশ্ন করতে পারি?

কেন নয়? আমার জানা থাকলে ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। 

আল্লাহ সবজান্তা হলে তিনি জানতেন হিটলার অনেক মানুষ কে হত্যা করবে, এরপরেও কেন তিনি হিটলারকে সৃষ্টি করলেন? অপরাধী তাহলে হিটলার নাকি আল্লাহ? 

হিটলারই অপরাধী,আল্লাহ নন।

বুঝিয়ে বলবেন ভাইয়া।

আপনাকে যা বুঝতে হবে তা হলো, আল্লাহ জানার কারনে কি হিটলার খারাপ কাজটি করেছে নাকি হিটলার নিজের ইচ্ছায় খারাপ কাজ করেছে? উত্তর হচ্ছে অবশ্যই হিটলার নিজের ইচ্ছাতেই খারাপ কাজ করেছে। হিটলার একজন মানুষ। আর একজন মানুষের ভালো মন্দ বুঝার নোলেজ আছে। আপনি কি জানেন আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? 

না তো ভাই। 

কুরআন ঠিক মতো পাঠ করেননি আর না জেনেই উল্টো বাজে প্রশ্ন করছেন।

আপনিই বলে দিন আল্লাহ কেন মানুষকে বানিয়েছেন?

তাহলে শুনুন আল্লাহ মানুষকে কেন বানিয়েছেন? আল্লাহ্‌ তাআলা বলেন: “যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য-  কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। - সূরা মুলক ৬৭:২। 

তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য।-সূরা হুদ১১:৭।

আল্লাহ্‌ তাআলা বলেন: “আর আল্লাহ্‌ ইচ্ছে করলে তোমাদেরকে এক উম্মত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। কাজেই সৎকাজে তোমরা প্রতিযোগিতা কর। আল্লাহ্‌র দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করছিলে, সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন।-সূরা মায়িদা ৫:৪৮। 

আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে। - সুরা জারিয়াত ৫১ঃ৫৬।

তাহলে দেখুন আল্লাহ মানুষকে বানিয়েছেন উনার ইবাদত করতে। সাথে ভাল মন্দ বুঝার সিস্টেমও করে দিয়েছেন। এখন এই সিস্টেমের অপব্যবহার মানুষ করলে সেটার জন্য আল্লাহ কেন দায়ী হবেন? কারন আল্লাহ তো মন্দ কাজের আদেশ দেন না।সুরা নাহল ১৬ঃ৯০ = নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি আশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

আল্লাহ কি ইচ্ছা করলে হিটলারকে না বানালেও পারতেন না?

আপনি আসলে বুঝতে চেষ্টা করছেন না। আল্লাহ বানিয়েছেন এই কারনে কি হিটলার অপরাধ করেছে নাকি হিটলার নিজের স্বাধীন ইচ্ছার অপব্যবহার করে অপরাধী হয়েছে বলুন তো?

নিজের ইচ্ছার অপব্যবহার করে। 

গুড। তাহলে আল্লাহকে দায়ী করাটাই ভুল।ধরুন আপনি খেলার মাঠ বানালেন। যে কেউই সেখানে খেলতে পারে। এখন কিছু অভদ্র ছেলে সেই মাঠে খেলতে গিয়ে মারামারি করে ফেলল এবং একজনের হাত ভেংগে দিল। এর জন্য কি আপনি দায়ী?যে আপনি খেলার মাঠ না বানালে এরকম হতো না তাই আপনার অপরাধ? 

আমাকে কেন দায়ী করা হবে। আমি তো মারামারি করার জন্য খেলার মাঠ বানাইনি।আমি মাঠ বানিয়েছি যেন সবাই আনন্দে খেলাধুলা করতে পারে।

ধরা যাক আপনি একটা হাসপাতাল বানিয়েছেন।একটা চোর সেই হাসপাতাল থেকে কিছু জিনিস চুরি করেছে এবং পালানোর সময় এক লোককে ছুরি মেরে অজ্ঞান করে ফেলল। এখন কেউ যদি বলে হাসপাতাল বানানোর কারনে চোরটি চুরি করার সুযোগ পেয়েছে তাই হাসপাতাল যে বানিয়েছে তার দোষ। এই অভিযোগ করাটা কি কোন সুস্থ মানুষের কাজ?

আমি হাসপাতাল বানিয়েছি মানুষের রোগীদেরকে সুস্থ করার জন্য। চোরকে চুরি করার জন্য নয়।এই অভিযোগ সম্পুর্নই বাতিল এবং ভ্রান্ত হবে।

আপনাকে যেভাবে খেলার মাঠ বানানোর কারণে,হাসপাতাল বানানোর জন্য অপরাধী বলা যাবে না ঠিক একইভাবে আল্লাহ, হিটলার নামক মানুষ বানানোর কারনে আল্লাহও অপরাধী হবেন না। কারন আল্লাহ মানুষকে সন্ত্রাসী কাজ করার জন্য বানান নাই,বানিয়েছেন উনার ইবাদত করার জন্য,ভাল বান্দা হওয়ার জন্য,মানবিক হওয়ার জন্য।বোঝা গেছে?

ওহো এইবার বুঝতে পেরেছি।ভাইয়া আপনি তো খুব সুন্দর আর সহজ করে বুঝাতে পারেন।

এই যে দেখুন আমার ডায়রিতে আমি এভাবে লিখে রেখেছিলামঃ

আল্লাহ কি বলেছে হিটলারকে, মানুষ খুন করতে?উত্তর হচ্ছে না।মানুষকে আল্লাহ ভাল মন্দ বুঝার এবং সেই অনুপাতে চলার স্বাধীনতা দিয়েছেন এখন স্বাধীনতার অপব্যাবহার করে হিটলার খুন করলে সেটার দোষ অবশ্যই হিটলারের,আল্লাহর নয়।আল্লাহ সব জানবেন এটাই স্বাভাবিক। আল্লাহ যেহেতু দুনিয়াকে পরিক্ষা স্বরূপ বানিয়েছেন সেহেতু মানুষের খারাপ কাজে বাধা অথবা ভাল কাজে জবরদস্তি করা আল্লাহর কাজ নয়।

ধরুন আপনি কিছু  রোবট বানালেন এবং ওদেরকে স্বাধীন ইচ্ছার ভাল মন্দের সিস্টেম তৈরি করে দিলেন।এখন কোন রোবট যদি আপনার দেয়া স্বাধীনতার অপব্যাবহার করে কোন খারাপ কাজ করে তাহলে এর জন্য আপনি দায়ী হবেন না।কারন আপনি রোবটদেরকে সেই খারাপ কাজ করতে বলেন নাই।

ভাইয়া আমি বুঝতে পেরেছি পুরো বিষয়টি। ভাইয়া মজা করে একটা কথা বলি ?

হ্যাঁ, বলুন ।

ধরুন আপনার এই লেখা পড়ে কোন এক নাস্তিকান্ধ আপনাকে গালাগালি করলো আর সে অভিযোগ করলো যদি এই মুমিন এই লেখা না লিখতো তাহলে নাস্তিকরা গালি দিত না তাই এই মুমিনের লেখার দোষ সুতরাং মুমিন অপরাধী!

হাহাহাহাহা, হ্যাঁ, ওদের যুক্তির ভিত্তির অবস্থার চেহারা অনেকটা এরকম।

================================

🔸স্বাধীন ইচ্ছার অপব্যবহার ✍ এমডি আলী

================================

Related Posts

: