আমার প্রথমদেখা বৃষ্টিরজলে
ভাসিয়েছিভেলা খেলারছলে
সেই জল গেছেমিশে কোননদীতে
গেছে হারিয়ে কোনসাগরে
মাঝিরেও মাঝিরে
দেখেছোকি তুমিতারে
মাঝিরেও মাঝিরে
দেখেছোকি তুমিতারে
নৌকো আমার ছেলেবেলার, কাগজের
কাগজের….
আমার প্রথমপাওয়া আঁকারখাতা
আমার প্রথম লেখা, কবিতা
সেই ছেলেবেলার, স্বপ্নহাজার
গেছে হারিয়ে কোনসাগরে
মাঝিরেও মাঝিরে
দেখেছোকি তুমিতারে
মাঝিরেও মাঝিরে
দেখেছোকি তুমিতারে
নৌকো আমার ছেলেবেলার, কাগজের
কাগজের….
নীল অম্বরসি নয়নমেরি
লেহরন কি ধনমেইন বেহচালি
গেহরি সাগর মেইনতানহা কাহিন
গীতন কো তুমহারেখোঁজতি
একটা ঝলসে যাওয়াবিকেল বেলায়
একটা লালচে সাগরেরজলে
যায় ভেসে যায়স্বপ্ন বোঝাই
নৌকো আমার কাগজের
মাঝিরেও মাঝিরে
দেখা হায় ক্যাতুমনে উসে
কাগজ কি নাওমেইন হেইনভারে
স্বপ্নেমেরে… ওমাঝিরে…
মাঝিরে … ওমাঝিরে…. মাঝিরে….
——————— শান
: