মঙ্গল দ্বীপজ্বেলে
অন্ধকারেদুচোখ আলোয়ভরো প্রভু
তবু যারা বিশ্বাসকরে নাতুমি আছ
তাদের মার্জনা করোতুমি।।
যে তুমিআলো দিতেপ্রতিদিন সূর্যউঠাও
ওদের বুঝিয়ে দাওসেই তুমি
পাথরেওফুল যেফোঁটাও।
জীবন মরুতে করুনাধারায় ধরোপ্রভু।।
বল তারকি অপরাদজন্ম হয়েছেযার পাকে
তোমার ক্ষমা দিয়েতুমি ফোটাওপদ্ম করেতাকে
ভুল পথে গেলেতুমি এসেহাত ধরপ্রভু।।
—————– বাপ্পীলাহিড়ী
: