মঙ্গল দ্বীপ জ্বেলে (বাপ্পী লাহিড়ী)

Post a Comment

 

মঙ্গল দ্বীপজ্বেলে
 অন্ধকারেদুচোখ আলোয়ভরো প্রভু
 তবু যারা বিশ্বাসকরে নাতুমি আছ
 তাদের মার্জনা করোতুমি।।

যে তুমিআলো দিতেপ্রতিদিন সূর্যউঠাও
 ওদের বুঝিয়ে দাওসেই তুমি
 পাথরেওফুল যেফোঁটাও।
 জীবন মরুতে করুনাধারায় ধরোপ্রভু।।

বল তারকি অপরাদজন্ম হয়েছেযার পাকে
 তোমার ক্ষমা দিয়েতুমি ফোটাওপদ্ম করেতাকে
 ভুল পথে গেলেতুমি এসেহাত ধরপ্রভু।।

—————– বাপ্পীলাহিড়ী


Related Posts

: