তোমার বাড়িরসামনে দিয়ে
(আমার) মরণ যাত্রাযেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়েথেকো
শেষ দেখাটা দেখতেপাবে
আমায় দেখতেতোমায় দেয়নিযারা
জানবেনাযে কেউতোতারা
আমি পাথর চোখেরদৃষ্টি দিয়ে
দেখবো তোমায় বিভরভাবে
তুমি ফুলছুঁড়ো নাওপর থেকে
একটু ফেলো দীর্ঘনিঃশ্বাস
আমার শিয়রে জ্বলাধূপের ধোঁয়া
ওটাই হবে সুখেরবাতাস
যদি নতুনকোন জন্মথাকে
পাবো দুজন দুজনাকে
সেদিন নতুন হয়েআসবো কাছে
তখন তোমায় কেআটকাবে
——————–কিশোর কুমার
: