তোমায় আপন করে রাখবো বলে (খালিদ হাসান মিলু, সাবিনা ইয়াসমিন)

Post a Comment

 

তোমায় আপনকরে রাখবোবলে
 ভালো যে বেসেছি
 তোমার দুটি চোখেরসাগরে আমি
 হারিয়েগিয়েছি

আমার আঁচলতলে
 তোমায় লুকিয়ে রাখবো
 তোমার ঠোঁটের শিরির
 আমার অধরে মাখবো
 প্রতি নিশ্বাসে আমারঅন্তরে
 তোমাকেরেখেছি

তোমার বুকেরমাঝে
 সুখেরইছোট্ট ঘর
 সে ঘরে থেকোতুমি
 আসুক না যতইঝড়
 জীবনেরসবই তোমারতরে আমি
 বিলিয়েদিয়েছি

————— খালিদ হাসান মিলু, সাবিনা ইয়াসমিন

Related Posts

: