বসন্ত বাতাসে সইগো (শাহ আব্দুল করিম)

Post a Comment


বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়িরফুলের গন্ধ
আমার বাড়িআসে
বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙেরফুল
ফুলের গন্ধেমন আনন্দে
ভ্রমর হয়আকুল
বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসেবাজায় বাঁশী
মন নিলতার সুরে
মন নিল তার বাঁশীরতানে
রূপে নিলআঁখী
তাইতো পাগলআব্দুল করিম
আশায় চেয়েথাকে

———————— শাহ আব্দুলকরিম

Related Posts

: