বসে আছি পথ চেয়ে (হেমন্ত মুখোপাধ্যায়)

Post a Comment

 

বসে আছিপথ চেয়ে
 ফাগুনেরওগান গেয়ে
 যত ভাবি ভুলেযাবো
 মন মানে না।।
 বেদনারশতদলে স্মৃতিরওসুরভি জ্বলে
 নিশীথেরওমন বিনাসুর জানেনা।।
 আজ তুমি নেইসাথে
 ভুলে থাকা ছলনাতে
 মনে মনে ভাবিশুধু তোমারিকথা
 পাওয়া না পাওয়ারমাঝে
 অচেনারওসুর বাজে
 সুরভিতবিরহের মর্মব্যথা।
 তুমি ওগো তুমিমোরে
 বেঁধেছযে মায়াডোরে
 সে বাঁধনে দুনয়নে
 ঘুম আসেনা।।

Note: গানটি লিখেছেন বিমল ঘোষ আর গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়

Related Posts

: