বসে আছিপথ চেয়ে
ফাগুনেরওগান গেয়ে
যত ভাবি ভুলেযাবো
মন মানে না।।
বেদনারশতদলে স্মৃতিরওসুরভি জ্বলে
নিশীথেরওমন বিনাসুর জানেনা।।
আজ তুমি নেইসাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবিশুধু তোমারিকথা
পাওয়া না পাওয়ারমাঝে
অচেনারওসুর বাজে
সুরভিতবিরহের মর্মব্যথা।
তুমি ওগো তুমিমোরে
বেঁধেছযে মায়াডোরে
সে বাঁধনে দু’নয়নে
ঘুম আসেনা।।
: