ছেলে আমার মস্ত মানুষ,মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটেযায় নাদেখা এপারওপার।
নানান রকমজিনিস আরআসবাব দামীদামী
সবচেয়ে কমদামী ছিলামএকমাত্র আমি।
ছেলের আমারআমার প্রতিঅগাধ সম্ভ্রম
আমার ঠিকানাতাই বৃদ্ধাশ্রম!
মস্ত ফ্ল্যাটেযায় নাদেখা এপারওপার।
নানান রকমজিনিস আরআসবাব দামীদামী
সবচেয়ে কমদামী ছিলামএকমাত্র আমি।
ছেলের আমারআমার প্রতিঅগাধ সম্ভ্রম
আমার ঠিকানাতাই বৃদ্ধাশ্রম!
আমার ব্যবহারের সেই আলমারিআর আয়না
ওসব নাকিবেশ পুরনো,ফ্ল্যাটে রাখাযায় না।
ওর বাবারছবি,ঘড়ি-ছড়ি,বিদেয়হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়োময়না।
স্বামী-স্ত্রীআর আ্যালসেশিয়ান-জায়গা বড়ইকম
আমার ঠিকানাতাই বৃদ্ধাশ্রম!
ওসব নাকিবেশ পুরনো,ফ্ল্যাটে রাখাযায় না।
ওর বাবারছবি,ঘড়ি-ছড়ি,বিদেয়হলো তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো, পোষা বুড়োময়না।
স্বামী-স্ত্রীআর আ্যালসেশিয়ান-জায়গা বড়ইকম
আমার ঠিকানাতাই বৃদ্ধাশ্রম!
নিজের হাতে ভাত খেতেপারতো নাকোখোকা
বলতাম আমিনা থাকলেকি করবিরে বোকা?
ঠোঁট ফুলিয়েকাঁদতো খোকাআমার কথাশুনে-
খোকা বোধহয় আরকাঁদে না,নেই বুঝিআর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকাকেঁদে
দু’হাতদিয়ে বুকেরকাছে রেখেদিতাম বেঁধে
দু’হাতআজো খুঁজে,ভুলে যায়যে একদম-
আমার ঠিকানাএখন বৃদ্ধাশ্রম!
বলতাম আমিনা থাকলেকি করবিরে বোকা?
ঠোঁট ফুলিয়েকাঁদতো খোকাআমার কথাশুনে-
খোকা বোধহয় আরকাঁদে না,নেই বুঝিআর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকাকেঁদে
দু’হাতদিয়ে বুকেরকাছে রেখেদিতাম বেঁধে
দু’হাতআজো খুঁজে,ভুলে যায়যে একদম-
আমার ঠিকানাএখন বৃদ্ধাশ্রম!
খোকারও হয়েছে ছেলে,দু’বছর হলো
তার তোমাত্র বয়সপঁচিশ,ঠাকুরমুখ তোলো।
একশো বছরবাঁচতে চাইএখন আমারসাধ
পঁচিশ বছরপরে খোকারহবে ঊনষাট।
আশ্রমের এইঘরটা ছোট,জায়গা অনেকবেশি-
খোকা-আমি,দু’জনেতেথাকবো পাশাপাশি।
সেই দিনটারস্বপ্ন দেখিভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আরবৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আরবৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আরবৃদ্ধাশ্রম!
তার তোমাত্র বয়সপঁচিশ,ঠাকুরমুখ তোলো।
একশো বছরবাঁচতে চাইএখন আমারসাধ
পঁচিশ বছরপরে খোকারহবে ঊনষাট।
আশ্রমের এইঘরটা ছোট,জায়গা অনেকবেশি-
খোকা-আমি,দু’জনেতেথাকবো পাশাপাশি।
সেই দিনটারস্বপ্ন দেখিভীষণ রকম
মুখোমুখি আমি,খোকা আরবৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আরবৃদ্ধাশ্রম!
মুখোমুখি আমি,খোকা আরবৃদ্ধাশ্রম!
----------------নচিকেতা
: