পৃথিবী বদলে গেছে (কিশোর কুমার)

Post a Comment

 

পৃথিবী বদলেগেছে
 যা দেখি নতুনলাগে
 তুমি আমি একইআছি
 দুজনে যা ছিলামআগে

সময় চিরদিনশুধুই বয়েযায়
 থেমে সে তোথাকে না
 কত ঝড় মেঘআসে চলেযায়
 আকাশ মনে রাখেনা
 শুধু প্রথম জীবনেরভালোবাসা
 স্বপ্নেরইমত জাগে

পড়ে কিমনে তুমিআমি
 এই পথ ধরেযেতাম
 ভালোই হতো সেইদিনগুলো
 ফিরে যদি পেতাম
 সেই তোমাকে পাবোনাকি
 আজ প্রাণের অণুরাগে

———————কিশোর কুমার

Related Posts

: