পৃথিবী বদলেগেছে
যা দেখি নতুনলাগে
তুমি আমি একইআছি
দুজনে যা ছিলামআগে
সময় চিরদিনশুধুই বয়েযায়
থেমে সে তোথাকে না
কত ঝড় মেঘআসে চলেযায়
আকাশ মনে রাখেনা
শুধু প্রথম জীবনেরভালোবাসা
স্বপ্নেরইমত জাগে
পড়ে কিমনে তুমিআমি
এই পথ ধরেযেতাম
ভালোই হতো সেইদিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকে পাবোনাকি
আজ প্রাণের অণুরাগে
———————কিশোর কুমার

: