তুমি আমারএমনি একজন
যারে এক জনমেভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছেআসা
একটু চোখের পলকপড়তে
লাগে যতক্ষণ
ভালোবাসার সাগরতুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝিগো জীবন
বিরহে মরণ
বিরহে মরণ
প্রাণের প্রদীপহয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধহবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলেতোমার
ভরাবো চরণ

: