তুমি মোর জীবনের ভাবনা (এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন)
তুমি মোরজীবনের ভাবনা
হৃদয়েরসুখের ডোলা
নিজেকেআমি ভুলতেপারি
তোমাকেযাবে নাভোলা
দুঃখ সুখেরপাখি তুমি
তোমার খাঁচায় এইবুক
সারা জীবন নয়নযেন
দেখে তোমার এইমুখ
কন্ঠে আমার দাওপরিয়ে
সোহাগেরমিলন মালা
ভালোবাসার নদীতুমি
আমি তোমার দুইকুল
পাগল তুমি ফোটাওযে ফুল
আমি তোমার সেইফুল
প্রেমেরতরে সইবোবুকে
লক্ষ কাঁটার জ্বালা
হাজার তারেরবীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াব মালা
তোমায় নিয়েলেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়াতুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দতুমি
দুঃখ সুখেরই ভেলা
তুমি মোর জীবনের ভাবনা (এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন) / Tumi mor jiboner vabona (Andru Kishor, Sabina Yasmin)
: