কাল তুমি ছিলে এখানে
আজো আছো
তাহলে কেন এত দূরে.............
নিঃশব্দতা যখন করবে প্রশ্ন
বলে দাও আমায়
কি বলবো আমি
নিয়ে এক বুক উষ্ণ...............
তুমি করোনি বিশ্বাস কখনো
হয়তো আমার মাঝেই ছিলো কিছু কমতি
শুধু মনে রেখো যেমনি আমার ছিলে
থাকবে তেমনি............
এ মনে কি ব্যথা
কখনো জানতে চাইলেনা
জানিনা কেন.........
আছো আমার পাশেই
তবুও আছি একাকী
কিভাবে বলি.........
শুধু তুমি আমায় বলো
কিছু না বলে আমি কি করে থাকি
তোমার এই আনমনা
আমি কি করে দেখি.........
কখনো কি আমি বলেছি
কখনো কি তুমি শুনেছো
সত্য কি আর মিথ্যা কি
সেটা আজ নাও জেনে
আমার ছিলে আমারি রবে.........
এ দূরত্ব এ ব্যবধান
কেন আজ তোমার আমার মাঝে............
অশান্ত সাগর ভাবছো যেটা তুমি
ভালো করে চেয়ে দেখো সেটা আমার
চোখের পানি............
কিছুটা তুমি কেঁদেছো
কিছুটা আমি কেঁদেছি
তবুও কারণটা হলো না জানা.........
ভুলে যাও সব পুরনো কথা
বাড়িয়েছি হাত শুরু করো পথ চলা
এ কথা ভেবে আগাই যতো আগে
হটাৎ দেখি সব দূরত্ব ব্যবধান তোমার আমার মাঝে.........।।
: