এক নদী রক্ত পেড়িয়ে(শাহনাজ রহমতুল্লাহ, খান আতাউর রহমান)/Ek Nodi Rokto Periya (Shahnaj Rahmatullah, Khan Ataur Rahman)

Post a Comment

এক নদী রক্ত পেড়িয়ে
শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ
সুরকারঃ খান আতাউর রহমান
গীতিকারঃ খান আতাউর রহমান


এক নদী রক্ত পেড়িয়ে
বংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না
মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে গানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না
হয়তবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে জ্ঞানী আর গুনিদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন ঋণ কোন দিন শোধ হবে না
না না শোধ হবে না
থাক ওরা পরে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কৃষাণের মুখে, ঘরে ঘরে কৃষাণীর বুকে
স্মৃতি বেদনার আখি নীড়ে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না
না না না শোধ হবে না


Ek Nodi Rokto Periya (Shahnaj Rahmatullah, Khan Ataur Rahman)



Related Posts

: