অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ বশীর আহমেদ
গীতিকারঃ বশীর আহমেদ
অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে
বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে
চিনেছিলাম দুজনারে কত আপন করে
মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।
চিনেছিলাম দুজনারে কত আপন করে
মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।
Onek sadher moyna amar (Basir Ahmed)
: