অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায় (বশীর আহমেদ)/Onek sadher moyna amar (Basir Ahmed)

Post a Comment

অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
শিল্পীঃ বশীর আহমেদ
সুরকারঃ বশীর আহমেদ
গীতিকারঃ বশীর আহমেদ


অনেক সাধের ময়না আমার বাধন কেঁটে যায়
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে
বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে
গাইবে না সে গান আমারই দূর আকাশের গায়ে
মিছে তারে শিকল দিলাম রাঙ্গা দুটি পায়।।
কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে
চিনেছিলাম দুজনারে কত আপন করে
মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায়।।


Onek sadher moyna amar (Basir Ahmed)



Related Posts

: