আজ একটা মজার ইন্টারভিউ জোকস আপনাদের সাথে সেয়ার করব।
মন দিয়ে পড়ুন আর মন খুলে হাসুন...
প্রশ্নকর্তাঃ একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কটা?
বল্টু : এটা তো একদম সোজা। ৪৯ টা ইট থাকে।
প্রশ্নকর্তাঃ আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটে স্টেপ কী কী?
বল্টু : ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এবং এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটে স্টেপ কী কী?
বল্টু : ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এবং এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তাঃ বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন আসেনি?
বল্টু : হরিণ আসে নি। কারণ, সে এখন ফ্রিজে রয়েছে।
প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
বল্টু : কারণ সব কুমির তখন সিংহের জন্মদিনে গিয়েছিল।
প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
বল্টু : উমম… আমার মনে হয়, তিনি খালের জলে ডুবে গিয়েছিলেন।
প্রশ্নকর্তাঃ না, প্লেন থেকে যে ইট টা পড়েছিলো সেটা গিয়ে বুড়ির মাথায় পড়েছিল, আপনি এখন আসতে পারেন…।
কি, মজা পেয়েছেন তো!
: