চরিত্র ভালো রাখুন, সাথে মজার বোনাস

Post a Comment

এটাকে একটা মজার গল্প বলা যেতে পারে।
কিন্তু,
আপনার সামনে আপনাকে কে কি বলছে সেটা প্রধান নয়!
আপনি যদি সত্যিকারের ভালো মানুষ হন।
তাহলে সবাই-ই আপনাকে ভালো বলবে, নিন্দুকেরা সামনে না বলুক, তবুও তারা জানবে যে আপনি ভালো।
গল্পটা পড়ুন...
এক কৃষকের দুই বউ ছিল, দুজনেই ভীষণ সুন্দরী।
তো, পাশের বাড়ির এক যুবক কৃষকের দুই বউয়ের প্রেমে পড়ে গেল।
একদিন সে বড় বউকে প্রেম নিবেদন করল, বড় বউ রেগে গিয়ে তাকে ঝাঁটা-পেটা করে তাড়িয়ে দিল।
এবার সে ছোট বউকে প্রেম নিবেদন করল এবং ছোট বউ সাথে সাথে রাজি হয়ে গেল।
তারা রাতের অন্ধকারে বাঁশ বাগানে প্রেম করতে লাগলো।
এদিকে, পাড়া-পড়শীরা সবাই ব্যাপারটা জেনে গেল এবং কৃষককে সব কিছু জানিয়ে দিল।
কৃষক ব্যাটা এই আঘাত সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেল।
তখন যুবকটি বড় বউকে বিয়ে করে ফেললো!
প্রতিবেশিরা সবাই তো অবাক!
তারা সবাই যুবকের কাছে জানতে চাইল, ছোট বউয়ের সাথে প্রেম করে বড় বউকে বিয়ে করার কারণ কি?
তখন যুবক হেসে বলল...
পর-পুরুষকে ঝাঁটা-পেটা করতে পারে এমন বউই তো দরকার!
ছোট্ট পোস্ট করতে আমার ভালো লাগেনা।
তাই এটার সাথেও একটা বোনাস দিয়ে দিলাম আপনাদের জন্য।
বাংলা টিভি সিরিয়াল নিয়ে একটা মজার কবিতা
Star জলসা, Zee বাংলা
ধংস করল সোনার বাংলা।
''বোঝেনা সে বোঝেনা''
ভালো মন্দ খোজেনা।
আবার আছে ''জল নূপুর"
ঝগড়া করে রাত দুপুর।
আরো আছে "বধূ বরণ"
দেখতে দেখতে হবে মরণ।
সাথে আছে "চোখের তারা তুই"
মহিলারা বলে কাজ কর্ম ফেলে থুই।
যোগ হলো "তুমি আসবে বলে"
অনেক ছেলেরাও আবার তাদের দলে।
এসেছে এবার "কিরণ মালা"
এতো দেখি আরেক জালা!
ভালো লাগলো তো?
ভালো লাগারই কথা, সাথে থাকুন এবং মজা পেতে থাকুন।

Related Posts

: